এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,০৮ জুলাই : ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত হতে চলা একদিনের বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিতে বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর নেতৃত্বে একটি উচ্চ-পর্যায়ের কমিটি গঠন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ । কমিটিতে রয়েছেন ক্রীড়ামন্ত্রী আহসান মাজারি, মরিয়ম আওরঙ্গজেব, আসাদ মাহমুদ, আমিন উল হক, কামার জামান কায়রা এবং প্রাক্তন কূটনৈতিক কর্মকর্তা তারিক ফাতমি । ওই কমিটি খেলোয়াড়, কর্মকর্তা, ভক্ত, মিডিয়ার মতামত নিয়ে এবং দুই দেশের সম্পর্ক পর্যালোচনা করে শরীফের কাছে সুপারিশ জমা দেবে বলে ঠিক হয়েছে । উল্লেখ্য, প্রধানমন্ত্রী শরীফ পাকিস্তান ক্রিকেট বোর্ডের পৃষ্ঠপোষক-প্রধানও ।
এদিকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এবং বিসিসিআই উভয়ই ইতিমধ্যে বিশ্বকাপের সময়সূচী ঘোষণা করেছে । আগামী ৫ অক্টোবর থেকে বিশ্বকাপের খেলা শুরু হবে । গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের ম্যাচ হওয়ার কথা রয়েছে । কিন্তু দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের কারণে পিসিবি জানিয়েছে যে বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তাদের দেশের সরকার । আশা করা হচ্ছে পাকিস্তান খেলতে আসবে ।।