এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,০৮ জুলাই : সুইডেনে কোরান পোড়ানোর ঘটনার প্রতিশোধ হিসেবে পাকিস্তানের খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ এবং গির্জাগুলিতে আক্রমণ চালানোর হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন লস্কর-ই-জাংভি । আর ওই সংগঠনের হুমকির তিন দিনের মাথায় পাকিস্তানের পেশোয়ারের জুরগেরাবাদ এলাকা থেকে দুই পাকিস্তানি খ্রিস্টান তরুনীকে অপহরণের ঘটনা ঘটেছে । জানা গেছে, অপহৃতা ২৬ বছর বয়সী রিমশা এবং ২৭ বছর বয়সী সাদাফ, দু’জনেই মুক ও বধির । গত ৫ জুলাই দুই তরুনী ইনসাফ কার্ড থেকে টাকা তুলতে গিয়েছিলেন, কিন্তু তারা আর বাড়ি ফেরেনি । তরুনীদের পরিবার থানায় অপহরণের অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে বলে অভিযোগ ।
প্রসঙ্গত,সুইডেনে কোরান পোড়ানোর ঘটনার প্রতিশোধ নিতে গত ২ জুলাই পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-জাংভি ঘোষণা করেছিল যে তারা পাকিস্তানের খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ এবং গির্জাগুলিতে আক্রমণ করবে । তারা বলেছে যে পাকিস্তানে সংখ্যালঘু সদস্যদের লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলাও শুরু করবে । আরও বলা হয়, ঈদে সুইডেনে সংঘটিত কোরান পোড়ানোর ঘটনার প্রতিশোধ নিতে খ্রিস্টান সম্প্রদায়ের উপর হামলা করতে এই অঞ্চলের সমমনা সন্ত্রাসী গোষ্ঠীর সাথে কাজ করবে তারা । এক বিবৃতিতে এলইজে ‘মুখপাত্র’ নাসির রাইসানি হুমকি দিয়েছিলেন যে, ‘কোনো চার্চ বা খ্রিস্টান পাকিস্তানে নিরাপদ থাকবে না ।’
অন্যদিকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খান এলাকার বাসিন্দা অনিতা কুমারী এবং পূজা কুমারী নামে দুই হিন্দু তরুনীকে অপহরণের পর জোর করে ধর্মান্তরিত করার অভিযোগ উঠেছে ৷।