প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৪ এপ্রিল : গোটা রাজ্যের পাশাপাশি বর্ধমানের মানুষজন
ও পরিবর্তন চাইছে ।গুন্ডামির রাজনীতি বর্ধমানে করতে দেব না। বর্ধমানবাসীও ব্যাপক হারে পরিবর্তনের পক্ষে ভোট দেবেন বলে বুধবার দাবি করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ । তৃণমূল কংগ্রেসের রাজ্যের মুখপাত্র দেবু টুডু যদিও দিলীপ ঘোষের এই দাবিকে পাগলের প্রলাপ বলে কটাক্ষ করেছেন । এদিন সকাল থেকে একাধিক রাজনৈতিক কর্মসূচীতে যোগ দেন দিলীপ ঘোষ । প্রথম
সকালে তিনি বর্ধমানে চায়ে-পে চর্চায় যোগ দেন । চায়ে-পে চর্চা থেকে দিলীপ ঘোষ দাবি করেন , ‘বিজেপির কেউ কারো পার্টি অফিসে হামলা করেনা। মঙ্গলবার অন্যান্য জায়গার মত বর্ধমানেও আমাকে কালো পতাকা দেখানোর চেষ্টা হয়েছিল। আমাদের লোকেরা তা প্রতিরোধ করেছে। বাকি সাধারণ মানুষ যা করার করেছে।’ একই সঙ্গে দিলীপ ঘোষ হুঁশিয়ারি দেন, ‘বর্ধমানে গুণ্ডামির রাজনীতি আমরা কাউকে করতে দেব না। বিভিন্ন জায়গায় গুণ্ডারা মারামারি, গণ্ডগোলের করছে। কিন্তু তবুও তারা ভোট প্রভাবিত করতে পারছে না। বর্ধমানে ব্যাপক হারে পরিবর্তনের পক্ষেই ভোট হবে বলে । গুন্ডারা মারপিট করে ভয় দেখিয়ে ভোটে ডিস্ট্রাব করতে পারবে না,প্রভাবিতও করতে পারবে না’ বলে দিলীপ ঘোষ জানিয়ে দেন ।
শীতলকুচিতে গুলিকাণ্ড নিহতদের পরিবারের কাছে এদিন মুখ্যমন্ত্রীর যাওয়ায় ও প্রতিবাদে স্বোচ্চার হওয়া নিয়েও কটাক্ষ করেন দিলীপ ঘোষ । এই প্রসঙ্গে তিনি বলেন, ‘শীতলকুচি নিয়ে যারা এখনও পড়ে আছে, তারা আসলে ভোটে হেরে গিয়েছে । আমরা অনেক এগিয়ে গেছি।’ দিলীপবাবু এও বলেন ,’জঙ্গল মহলে দিদিমণির দোকান বন্ধ হয়ে গেছে । বর্ধমানেও সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে।’ কেউ কোন ভোটারকে ভোটদানে বাধা দিতে পারবে না বলে দিলীপ ঘোষ দাবি করেন । পাশাপাশি দিলীপ ঘোষ জানিয়ে দেন নির্বাচন কমিশনের শো-কজের জবাব মঙ্গলবার তিনি দিয়ে দিয়েছেন ।
বর্ধমানে চায়ে -পে চর্চা সরে বেলায় দিলীপ ঘোষ মেমারি পৌছে যান। মেমারি বিধানসভার বিজেপি প্রার্থী ভিষ্মদেব ভট্টাচার্য্যের সমর্থনে তিনি রোড শোয়ে অংশ নেন । মেমারি রসুলপুর থেকে মেমারির বামুনপাড়া মোড় পর্যন্ত রোড শো সেরে দিলীপ ঘোষ রসুলপুরের একটি হনুমান মন্দিরে পুজো দেন । এর পর ফের কখনও পায়ে হেঁটে আবার কখনও হুডখোলা গাড়িতে চড়ে মেমারি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচার দিলীপ ঘোষ অংশ নেন । রাস্তার দু’পাশে উপস্থিত থাকা সাধারণ মানুষের অভিবাদন গ্রহণ করেন। পাশাপাশি সবাইকে মেমারির বিজেপি প্রার্থী কে ভোট দেওয়ার আবেদন জানান। এদিন বিকালে জামালপুরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নির্বাচনী জনসভা রয়েছে । সেই সভাতেও দিলীপ ঘোষ যোগ দিতে পারেন বলে বিজেপি সূত্রে খবর মিলেছে ।।