এইদিন ওয়েবডেস্ক,ভোপাল,০৮ জুলাই : মুখে প্রস্রাব করা আদিবাসী শ্রমিকের পা ধুয়ে সম্মান জানালেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান । বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রী ভোপালে নিজের সরকারী বাসভবনে দশমত রাওয়াত নামে ওই শ্রমিকের সঙ্গে দেখা করেন । মুখ্যমন্ত্রী ওই ব্যক্তির পা ধুয়ে দিয়ে তাকে সম্মান জানান,তার সাথে দুপুরের খাবার খেয়েছিলেন এবং এই ঘটনার জন্য ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছিলেন। মুখ্যমন্ত্রী দশমথকে তার বন্ধু ‘সুদামা’ বলে ডাকেন, ফোনে তার স্ত্রীর কাছ থেকে পরিবারের খবরাখবর জানতে চান এবং তাদের নির্মাণাধীন বাড়িটি সম্পূর্ণ করতে সহায়তা সহ পরিবারকে সমস্ত সহায়তার প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী ।
পা ধোয়ার ভিডিও পোস্ট করে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান টুইট করেছেন,’আমি আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করছি কারন যাতে সবাই বুঝতে পারে যে শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশে আছেন, জনসাধারণ তার কাছে ঈশ্বর। কারো সাথে অত্যাচার সহ্য করা হবে না। রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সম্মান আমার সম্মান ।’
এদিকে প্রস্রাবের ঘটনার শিকার ৩৬ বছর বয়সী আদিবাসী শ্রমিক দশমত রাওয়াতকে ৬.৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে মধ্যপ্রদেশ সরকার । মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নির্দেশে, সিধি জেলা প্রশাসন ক্ষতিপূরণ হিসাবে তার অসম্পূর্ণ বাড়ি নির্মাণের জন্য ১.৫ লক্ষ টাকা সহ ৬.৫ লক্ষ টাকা দিয়েছে । অন্যদিকে মূত্রত্যাগের মামলায় অভিযুক্ত প্রবেশ শুক্লার বাড়ি বুলডোজার দিয়ে ধ্বংস করেছে প্রশাসন । এদিকে সরকারের এই পদক্ষেপের বিরোধিতা করেছে মধ্যপ্রদেশের ব্রাহ্মণ সম্প্রদায় । অখিল ভারতীয় ব্রাহ্মণ সমাজের মধ্যপ্রদেশ ইউনিট বলেছে যে তারা প্রবেশ শুক্লার বাড়ি ভাঙার বিরুদ্ধে হাইকোর্টে যাবে । এই বিষয়ে সংগঠনের রাজ্য প্রধান পণ্ডিত পুষ্পেন্দ্র মিশ্র বলেন, ‘প্রবেশ শুক্লার মতো ব্যক্তি কোনো জাতি ও সমাজে গ্রহণযোগ্য নয়। তার এই কর্মকাণ্ড খুবই নিন্দনীয়। কিন্তু একজনেত অপরাধের জন্য অন্যদের শাস্তি দেওয়া কি বৈধ? আমি অভিযুক্তের পরিবারকে সর্বাত্মক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি এবং আমি সমাজের সমস্ত জেলা সভাপতিদের শুক্লার পরিবারকে সাহায্য করার জন্য বলব ।’
সম্প্রতি মধ্যপ্রদেশের সিধি জেলায় এক আদিবাসী ব্যক্তির মুখে প্রস্রাব করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় । বেশ কয়েক মাস আগে ঘটে যাওয়া ঘটনাটি শুক্লার পরিবারের পরিচিত কেউ শুট করে মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিল। এর পর ঘটনার সাথে জড়িত অভিযুক্ত প্রবেশ শুক্লা রাওয়াতকে গ্রেফতার করে পুলিশ । বুধবার সকালে দশমঠ থেকে তাকে গ্রেফতার করা হয় । মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রবেশের বিরুদ্ধেও জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ) প্রয়োগ করা হয়েছে । বর্তমানে রেওয়া কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছে অভিযুক্ত ।।