এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৭ জুলাই : ওড়িশার বালাসোর ট্রেন দুর্ঘটনার সাথে জড়িত তিন রেল আধিকারিককে গ্রেপ্তার করেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) । ধৃতরা হল সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার অরুণ কুমার মহন্ত,সেকশন ইঞ্জিনিয়ার মহম্মদ আমির খান এবং টেকনিশিয়ান পাপ্পু কুমার । ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ৩০৪ ধারার অধীনে অপরাধমূলক হত্যাকাণ্ডের একটি মামলা নথিভুক্ত করা হয়েছে । সিবিআই জানিয়েছে, অপরাধের গুরুত্বের উপর নির্ভর করে শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা বা কঠোর কারাদণ্ড অন্তর্ভুক্ত থাকতে পারে । উল্লেখ্য,ওড়িশার বালাসোরে তিন ট্রেনের সংঘর্ষে ২৯২ জন রেলযাত্রীর প্রাণহানি হয়েছিল এবং এক হাজারের বেশি আহত হয় ।
গত ২ জুন ওড়িশার বালাসোর জেলার বাহানাগ রেলওয়ে স্টেশনের কাছে কলকাতা থেকে চেন্নাইগামী করোমন্ডল এক্সপ্রেস একটি মালবাহীর মধ্যে সংঘর্ষ হয় । সেই সময় একই রুটের সংলগ্ন ট্র্যাক দিয়ে যাচ্ছিল বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেস ট্রেনটি । করোমন্ডল এক্সপ্রেসের কয়েকটা বগি উড়ে গিয়ে বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেস ট্রেনের উপর পড়লে দূর্ঘটনা ভয়াবহ আকার নেয় । ঘটনার তিন দিন পর রেলওয়ে বোর্ড মামলার তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেয়। প্রাথমিক তদন্তে সিবিআই জানতে পারে যে মানবিক ভুলের কারনেই এই ভয়াবহ দূর্ঘটনাটি ঘটেছে ।।