এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,০৭ জুলাই : আমেরিকায় অজ্ঞাত দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন সদ্য আগত এক আফগান অভিবাসী । নিহত ব্যক্তির নাম নোসরাত আহমদিয়ার ।মঙ্গলবার ওয়াশিংটন ডিসির উত্তর-পূর্ব এলাকায় তাকে গুলি করে হত্যা করা হয় । দুষ্কৃতীদের ছোড়া একটি গুলি নোসরাতের পেটে লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । ওয়াশিংটন পুলিশ বিভাগ আততায়ীদের সন্ধান পেতে ২৫,০০০ ইউস ডলার পুরষ্কার ঘোষণা করেছে ।
নোসরাত আহমদিয়ার বাড়ি আফগানিস্তানের নুসরাত বাগরাম জেলায় । তালিবান ক্ষমতা দখলের পর আতঙ্কে তিনি আমেরিকা চলে যান । ওয়াশিংটন শহর এবং এর শহরতলিতে গাড়ি চালাতেন ওই আফগান যুবক ।আমেরিকান পুলিশ নুসরাতের পরিবারকে বলেছে যে তাকে সশস্ত্র ডাকাতরা হত্যা করেছে, কিন্তু এই নোসরাত আহমদিয়ার আত্মীয়রা বলছেন যে মার্কিন পুলিশের এই দাবির পিছনে কোন সত্যতা নেই ।
প্রসঙ্গত,প্রকাশিত পরিসংখ্যানের ভিত্তিতে চলতি বছরের শুরু থেকে এযাবৎ আমেরিকায় সশস্ত্র সহিংসতার ঘটনায় অন্তত ২২,১০০ জন মানুষ নিহত হয়েছে । এর মধ্যে ৯,৭৩০ টি ঘটনা ছিল ইচ্ছাকৃত এবং ১২,৩০০ হত্যাকাণ্ডকে অনিচ্ছাকৃত বলে দাবি করেছে মার্কিন পুলিশ ।।