এইদিন ওয়েবডেস্ক,কাবুল,০৭ জুলাই : জাতীয় প্রতিরোধ ফ্রন্টের (National Resistance Front) সদস্যদের গুলিতে নিহত হয়েছেন তালিবানের বর্ষীয়ান কমান্ডার মৌলভি ইয়াকুব । বুধবার আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের আলিয়াবাদ জেলার উমারখেলোর সখিদাদাবাই গ্রামে তাকে গুলি করে মারা হয় । ওই হামলায় তালিবান গোয়েন্দা সদস্য নাজমুদ্দিনও আহত হয়েছেন । হত্যার অভিযোগে দুই স্থানীয় বাসিন্দাকে গ্রেপ্তার করেছে তালিবান ।
নিহত তালিবান কমান্ডার কুন্দুজে তালিবানের ২১৭ উমারি কর্পসের একটি গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে । পূর্ববর্তী সরকারের সময় তালিবানের গোপন গেরিলা হিসাবে কাজ করত মৌলভী ইয়াকুব এবং এই প্রদেশে প্রাক্তন বাহিনীর অনেক সদস্যকে খুনের সাথে সে জড়িত ছিল । সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে তালিবানবিরোধী সামরিক আন্দোলনের তৎপরতা বেড়েছে । একদিন আগে কাপিসা প্রদেশের দ্বিতীয় জেলার একটি মসজিদে গ্রেনেড বিস্ফোরণে তালিবানের এক কর্মকর্তা নিহত হন । শুধু এনআরএফ-ই নয়, তালিবানি ফতোয়ার জেরে সাধারণ মানুষ ওই গোষ্ঠীর উপর চরম ক্ষুব্ধ ।।