দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),০৬ জুলাই : গরু পাচার মামলায় এখন দিল্লির তিহার জেলে বন্দি বীরভূমের এক সময়ের দোর্দন্ডপ্রতাপ তৃণমূল কংগ্রেসের নেতা অনুব্রত মণ্ডল । তাঁর অবর্তমানে এখন দল পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন অনুব্রত বিরোধী বলে পরিচিত কাজল শেখ । আজ বৃহস্পতিবার প্রচারের শেষ দিনে পূর্ব বর্ধমান জেলার ভাতারের বামশোর ও শিকোত্তর গ্রামে এসেছিলেন তিনি । বামশোর গ্রামের সভায় ভাষণ দেওয়ার সময় সিপিএমের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানান কাজল । তিনি বলেন,’ওই লালঝাণ্ডা দেখলেই আমার মাথা গরম হয়ে যায় ।’ ‘মাথা গরম হওয়া’র কারনও অবশ্য তিনি ব্যাখা করেছেন । কাজল শেখ বলেন,’সিপিএম আমার বাবাকে, দুই দাদাকে খুন করেছে। সেসব কথাই মনে পড়ে যায় সিপিএমের পতাকা দেখলেই ।’
ভাতারের বলগোনা পঞ্চায়েতের বিদায়ী প্রধান শেখ আমজাদের তৃণমূল ছেড়ে কংগ্রেসের পঞ্চায়েত সমিতির আসনে প্রার্থী হওয়া প্রসঙ্গে কাজল শেখ বলেন,’মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে পাঁচবছর প্রধানের পদে থেকে এখন যিনি কাটা হাত ধরেছেন তাকে মানুষ যখন প্রত্যাখ্যান করবেন তখন তার উচিত শিক্ষা হবে ।’
তবে প্রচারের শেষ দিনে নিজের জেলা ছেড়ে ভাতারে কেন ? এই প্রশ্নের উত্তরে কাজল শেখ বলেন,’ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী আমার দীর্ঘদিনের পরিচিত । মানুদা আমাকে ভাতারে আসার জন্য অনুরোধ করেছিলেন,তাই এসেছি ।’ এদিন কাজল শেখের সঙ্গে বিধায়ক মানগোবিন্দ অধিকারী ছাড়াও যুব তৃণমূলের রাজ্য কমিটির সহসভাপতি শান্তনু কোঁয়ার সহ তৃণমূলের প্রার্থীরা উপস্থিত ছিলেন ।।