এইদিন ওয়েবডেস্ক,খাইবার পশতুন খাওয়া,০৬ জুলাই : পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর একটি চেকপয়েন্টে আত্মঘাতী হামলায় কমপক্ষে তিনজন সেনা এবং একটি ১০ বছরের কিশোর নিহত হয়েছে । বুধবার খাইবার পশতুন খাওয়া প্রদেশের মিরান শাহ এলাকায় এই ঘটনা ঘটে । একজন আত্মঘাতী হামলাকারী গাড়ি চালিয়ে সোজা চেকপয়েন্টে ঢুকিয়ে দিয়ে বিস্ফোরণ ঘটিয়েছে বলে জানান পাকিস্তানি পুলিশের স্থানীয় কর্মকর্তা রশিদ খান । এই ঘটনার পর অন্তত ১৪ জন বেসামরিক নাগরিক এবং বেশ কয়েকজন পাকিস্তানি সেনা আহত হয়েছে । এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি । তবে অনুমান করা হচ্ছে যে তেহরিক-ই-তালিবান পাকিস্তান এই হামলা ঘটিয়েছে বলে তিনি জানান ।
পাকিস্তানের অভিযোগ,তালিবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার পর, পাকিস্তানে হামলা বেড়েছে । বিশেষ করে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীকে নিশানা করা হচ্ছে । আফগান তালিবানের মধ্যস্থতায় ইসলামাবাদ এবং তেহরিক-ই-তালিবান পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি গত বছরের নভেম্বর মাসে শেষ হয় এবং তেহরিক-ই-তালিবান পাকিস্তান তার যোদ্ধাদের পাকিস্তান জুড়ে হামলা চালানোর নির্দেশ দেয় । তারপর থেকে নিয়মিত ব্যবধানে পাকিস্থানের থানা এবং নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে হামলা চালিয়ে আসছে টিটিপি ।।