এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,০৫ জুলাই : ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) দখল নিয়ে কাকা শরদ পাওয়ার ও ভাইপো অজিত পাওয়ারের দড়ি টানাটানি শুরু হয়ে গেছে । কাকা-ভাইপোর লড়াই এখন নির্বাচন কমিশনের দোরগোড়ায় পৌঁছেছে । অজিত পাওয়ারের নেতৃত্বাধীন গোষ্ঠী তাদের সমর্থনে ৪০ জনেরও বেশি বিধায়ক ও সাংসদের স্বাক্ষরিত হলফনামা দাখিল করেছে । এদিকে শরদ পাওয়ার শিবির কমিশনের কাছে একটি পিটিশন দাখিল করেছে,যাতে যে কোনও নির্দেশ দেওয়ার আগে যেন তাদের কথাও শোনার অনুরোধ জানানো হয়েছে ।
শরদ পাওয়ার ১৯৯৯ সালে কংগ্রেস ছেড়ে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রতিষ্ঠা করেছিলেন । রবিবার অজিত পাওয়ার শিবসেনা- বিজেপি জোট সরকারে যোগ দিলে এনসিপিতে ভাঙন ধরে । অজিত পাওয়ার উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন । এছাড়া এনসিপির আরও আটজন বিধায়ক মন্ত্রী পদে শপথ নেন । অজিত পাওয়ার দাবি করেন দলের বর্ষীয়ান নেতা প্রফুল প্যাটেল, ছগান ভুজবল, দিলীপ ওয়ালসে পাটিলসহ ৪০ জনেরও বেশি বিধায়কের সমর্থন রয়েছে তাঁর পক্ষে । ফলে কার্যত কোনঠাসা হয়ে পড়েন শরদ পাওয়ার ।
এদিকে অস্তিত্ব বাঁচাতে শরদ পাওয়ারও নিজেকে আসল এনসিপি বলে দাবি করেছেন । পাশাপাশি তিনি প্রফুল প্যাটেল,সুনীল তাটকর বহিষ্কার করা ছাড়াও রবিবার মন্ত্রী হিসাবে শপথ নেওয়া নয়জন বিধায়ককে অযোগ্য ঘোষণা করার দাবিতে মহারাষ্ট্র বিধানসভার স্পিকার রাহুল নার্ভেকারকে চিঠি দিয়েছে বলে জানা গেছে । শিবসেনার পর এনসিপির বিভাজনে তোলপাড় চলছে মহারাষ্ট্রের রাজনীতি ।।