এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া,১৪ এপ্রিল : কাটোয়ার শ্রীখণ্ড গ্রামে ডাকঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল । বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় । বিষয়টি নজরে আসার পর প্রথমে পাড়ার লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন । পরে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনে । ডাকঘর অফিসের বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান দমকল কর্মীদের ।
জানা গেছে,শ্রীখণ্ড গ্রামে একটি ভাড়াবাড়িতে রয়েছে ওই ডাকঘরের অফিসটি । এদিন অফিসে ছুটি ছিল । ডাকঘরে আগুন লাগার বিষয়টি প্রথমে নজরে পড়ে বাড়ির মালিক শুভ্রা রায়ের । শুভ্রাদেবী জানিয়েছেন, এদিন সকালে তিনি যখন বাড়ির কাজকর্ম সারছিলেন তখন তিনি দেখতে পান বন্ধ ডাকঘরের অফিসের ভিতর থেকে ধোঁওয়া বেরুচ্ছে । এই দেখে সঙ্গে সঙ্গে তিনি পাড়ার লোকজনদের ডাকাডাকি করেন।
জানা গেছে,শুভ্রাদেবীর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে বালতি করে জল ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন । পাশাপাশি দমকল বিভাগেও খবর দেওয়া হয় । পরে দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে । ইতিমধ্যে বাড়ির মালিকের কাছ থেকে ফোনে খবর পেয়ে চলে আসেন পোষ্টমাষ্টার রাজেশ কুমার । তারপর তিনি ডাকঘরের অফিস খুলে ভিতরে ঢোকেন । রাজেশবাবু জানিয়েছে, বিশেষ কিছু ক্ষয়ক্ষতি হয়নি । কেবল কিছু কাগজপত্র আগুনে পুড়ে গেছে ।।