এইদিন ওয়েবডেস্ক,ভোপাল,০৫ জুলাই : মধ্যপ্রদেশের সিধি জেলায় আদিবাসী যুবকের মুখে প্রস্রাব করা ব্যক্তি প্রবেশ শুক্লাকে (Pravesh Shukla) গ্রেফতার করেছে পুলিশ । শুধু তাইই নয়, অভিযুক্তের বাড়ির অবৈধভাবে দখল করা অংশে বুলডোজারও চালানো হয়েছে । মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রও বলেন, ঘটনাটি নজরে আসার সাথে সাথে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্তকে প্রবেশ শুক্লাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে থানার লকআপে রাখা হয়েছে । পুলিশ আইনি ব্যবস্থা নিচ্ছে । তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিজেই তার উপর ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টও (এনএসএ) আরোপ করার নির্দেশ দিয়েছেন ।
বুলডোজার চালানোর প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেন,’কংগ্রেস দল অনুযায়ী বুলডোজার চলে না, আইন অনুযায়ী চলে। জবরদখল থাকলে বুলডোজার ঠিকঠাক কাজ করবে, কেন হবে না?’ পাশাপাশি তিনি আদিবাসী যুবকের মুখে প্রস্রাব করার ঘটনাকে নিন্দনীয় এবং ঘৃণ্য কাজ বলে অভিহিত করেছেন ।
এদিকে প্রবেশ শুক্লার বাড়িতে বুলডোজার চালানোর ভিডিও শেয়ার করে মুকেশ আম্বানি(প্যারোডি) নামে এক ইউজার্স লিখেছেন,’প্রবেশ শুক্লার বাড়িতে বুলডোজার ! যারা তাকে গেরুয়াধারী নাম নিয়ে হিন্দুদের উপহাস করত তারা সবাই এখন মামাজি রক বলবে ।’।