এইদিন ওয়েবডেস্ক,কোচবিহার,০৫ জুলাই : উত্তরবঙ্গে ঢোকার মুহুর্তে বাংলাদেশী গরু পাচারকারীকে গুলি করে মারল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) । মৃতের নাম সুজল আলী (২৭) । তার বাড়ি বাংলাদেশের পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে । জানা গেছে, সোমবার (৩ জুলাই ২০২৩) রাতের অন্ধকারে সুজল আলীসহ ৬-৭ জনের একটা দল গরু পাচারের উদ্দেশ্যে উপজেলার দেবনগড় ইউনিয়নের ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অন্তর্গত সুকানী বিওপির বাংলাদেশ- ভারত সীমান্ত দিয়ে কোচবিহারে ঢোকার চেষ্টা করছিল । সেই সময় কোচবিহারের মদনবাড়ী বিওপির বিএসএফ জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে । গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় সুজল আলী। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে রংপুরের এক বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। মঙ্গলবার (৪ জুলাই) রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । আজ বুধবার তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত ওসি আবু সাঈদ চৌধুরী জানান, মৃত যুবকের মৃতদেহ উদ্ধার করে থানায় আনার পর ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে ।
এই ঘটনায় আরও বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে এবং বিএসএফ কয়েকজনকে আটক করেছে বলে খবর । যদিও এনিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫৬ ব্যাটালিয়ন ।।