এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,০৫ জুলাই : একাধিক মহিলার উপর যৌন নিপীড়ন চালানোর অভিযোগে ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান । ইরানের বিচার মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে,এই তিন ব্যক্তিকে ২০২১ সালের শেষের দিকে দক্ষিণ হরমোজগান প্রদেশে ১২ টি যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল । তারা একটি ভুয়া প্লাস্টিক সার্জারি ক্লিনিকে মহিলাদের আমন্ত্রণ জানায় এবং এনেস্থেশিয়া প্রয়োগ করার পর তাদের ধর্ষণ করে ।হরমোজগানের প্রসিকিউটর মোজতবা কাহরহানি বলেছেন, বন্দর আব্বাস কারাগারে একটি অনানুষ্ঠানিক বিউটি সেলুনে বেশ কয়েকজন নারীকে ধর্ষণকারী তিনজনকে আজ(মঙ্গলবার) সকালে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে । তবে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের নাম প্রকাশ করেননি তিনি । তবে জানা গেছে যে তাদের মধ্যে একজন উপ-চিকিৎসক এবং দুইজন নার্সিং কর্মী রয়েছে।
এদিকে মঙ্গলবার নরওয়ে ভিত্তিক ইরানী মানবাধিকার সংস্থা ইরানে মৃত্যুদণ্ডের সংখ্যা বৃদ্ধির বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে এবং বলেছে যে চলতি বছরের প্রথম ছয় মাসে কমপক্ষে ৩৫৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ।।