হেঁসেলে আজ লেগেছে আগুন
সবজির দাম হয়েছে দ্বিগুণ।
দশ সেঞ্চুরি করল সিলিন্ডার
বাকি কে আর রইল আর !
উচ্ছে, বেগুন হয়েছে আশি
কমেও পাবে হলে বাসি !
বাকি গুলো জানতে চান ?
থলে হাতে বাজারে যান !
কাঁচা লঙ্কা হচ্ছে বিক্রি
ভরি দরে বাজারে
টমেটোর দেমাক ভারি
থাকুন চোখ বন্ধ করে !
বিদঘুটে এক উচ্ছে রাণী
অল্প বিস্তর সবাই জানি
যেমন তার তেতো স্বভাব
কাও সঙ্গে নেইকো ভাব ।
সবার সঙ্গে মিলেমিশে
থাকেন যিনি ভালোবেসে
গরীবের বন্ধু যিনি
চোখ রাঙালেন অবশেষে !
খাই খাই কর কেন ?
এসো – বোস আহা রে !
“বেশি খাবে তো কম খাও”
বলে থাকেন ডাক্তারে ।
মানুষ তো খেয়েই মরে !
না খেয়ে তো মরে না ।
ভেতো বাঙালীর হ্যাংলাপনা
এ জীবনে যাবে না ! !