দিব্যেন্দু রায়,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),০৪ জুলাই : তহবিল না থাকায় পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের আদুরিয়া বনবিভাগের অধীনে অস্থায়ীভাবে কর্মরত ১৫ জন শ্রমিককে ছাঁটাই করেছে কর্তৃপক্ষ । ছাঁটাইয়ের প্রতিবাদে মঙ্গলবার আদুরিয়া বিট অফিসের গেটের সামনে ধর্নায় বসেছেন কাজ হারানো শ্রমিকরা । শ্রমিকদের অভিযোগ,সোমবার হঠাৎ করে আদুরিয়া বিট অফিসের ইনচার্জ তাদের কাজে আসতে নিষেধ করে দিয়েছেন । এই সিদ্ধান্ত প্রত্যাহার না হলে পরিবার নিয়ে তাদের কার্যত পথে বসতে হবে বলে জানান তারা । আন্দোলকারী শ্রমিকদের দাবি,তাদের পুনর্বহাল করা হোক এবং তাদের স্থায়ীকরণ করা হোক ।
অন্যদিকে তহবিল না থাকার কারনে ১৫ জন শ্রমিকের কাজ হারানোর কথা স্বীকার করে নিয়েছেন আদুরিয়া বিট অফিসের ইনচার্জ বর্ষা মূর্মু । তিনি বলেছেন,’এনারা হচ্ছেন আমাদের অস্থায়ী কর্মী । তাদের মৌখিকভাবে নো ওয়ার্ক নো পে-এর ভিত্তিতে নিয়োগ করা হয়েছিল । এমন ১৫ জনের মত শ্রমিক ৭ থেকে ১৫ বছর ধরে কাজ করছিলেন । কিন্তু ওনাদের বেতন দপ্তরের যে তহবিল থেকে দেওয়া হত সেটা বন্ধ হয়ে গেছে । সেজন্য ওনাদের বলা হয়েছে যে আপাতত কাজ নেই,আবার যখন কাজ হবে তখন ডাকা হবে ।’
জানা গেছে,পানাগর রেঞ্জের অধীনে রয়েছে আদুরিয়া বিট অফিসটি । আদুরিয়া বিট অফিসের অধীনে দৈনিক ২৭১ টাকা মজুরির ভিত্তিতে ১৫ জন শ্রমিককে নিয়োগ করা হয়েছিল । কাজ হারানো শ্রমিক দেবদূত মণ্ডল,আবু বক্কর শেখ,মানসি বাউরিরা বলেন,’আমরা ৭ থেকে ১০ বছর ধরে কেউ নার্সারি,কেউ ফিল্ডে,কেউ প্লান্টেশনে দেখাশোনার কাজ করছি । নুন্যতম বেতন দেওয়া হত আমাদের । কিন্তু গত কাল থেকে হঠাৎ করে আমাদের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে । রেঞ্জার বলছেন, দপ্তরের টাকা নেই তাই আর কাজ দিতে পারবে না । অথচ সরকার বিজ্ঞাপন দিচ্ছে যে নতুন করে ২,০০০ কর্মী নিয়োগ করবে ।’ তাঁদের প্রশ্ন,’যদি টাকা না থাকে নতুন করে নিয়োগ কেন করছে ? আমাদের কেন নিয়োগ করা হচ্ছে না ? এখন আমাদের পরিবার চলবে কি করে ?’
দেখুন ভিডিও 👇
দেবদূত মণ্ডল বলেন,’দীর্ঘ ১০ বছর ধরে আমরা এই জঙ্গলের পিছনে দিয়েছি । জঙ্গলের প্রতি একটা মায়াও পড়ে গেছে আমাদের । এরপর আমাদের নতুন কাজ খুঁজতে গেলে খুব সমস্যার মধ্যে পড়তে হবে ।’ তিনি ১৫ জন শ্রমিককে কাজ ফিরিয়ে দেওয়ার পাশাপাশি স্থায়ীকরণের দাবি জানিয়েছেন । যদিও পানাগর রেঞ্জের আধিকারিক সুভাষ পাল জানিয়েছেন যে আদুরিয়া বিটের নার্সারিতে ৬ জন শ্রমিককে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হয়েছিল । বাকিদের কয়েক মাসের জন্য জঙ্গলের আগুন নেভানোর কাজে নেওয়া হয়েছিল । তিনি নার্সারির ৬ শ্রমিকের কাজ হারানো প্রসঙ্গে বলেন,’ওই ৬ জনকে বলা হয়েছে যে আপাতত নার্সারিতে কাজ নেই । এজন্য তাদের বিকল্প কাজও দেওয়া হয়েছিল । কিন্তু তারা স্থায়ীকরণের দাবিতে আন্দোলন করছেন বলে খবর পেয়েছি ।’
এদিকে পঞ্চায়েত নির্বাচনের ঠিক মুখেই আউশগ্রামের আদুরিয়া বনবিভাগের অধীনে অস্থায়ীভাবে কর্মরত ১৫ জন শ্রমিকের কাজ হারানোয় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । বিরোধী দলগুলি বিষয়টি নিয়ে নির্বাচনী প্রচারের হাতিয়ার করতে পারে,আর এতে আউশগ্রামের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বেজায় অস্বস্তিতে পারে বলে মনে করছেন অভিজ্ঞ মহল ।।