এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,০৪ জুলাই : বাংলাদেশের সংখ্যালঘুদের উপর জিহাদি হামলা অব্যাহত রয়েছে । বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা শ্রাবস্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বৃদ্ধ ভিক্ষু শ্রীমৎ ধর্মজ্যোতিকে রাতের অন্ধকারে কে বা কারা ছুরি দিয়ে প্রাণঘাতী হামলা চালিয়েছে । বর্তমানে ওই বৃদ্ধ সন্ন্যাসী উখিয়া হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন । অন্যদিকে বাংলাদেশের শরীয়তপুরের একটি গঙ্গা মন্দিরের দেবী প্রতিমা দুষ্কৃতীদল ভাঙচুর চালিয়েছে বলে খবর।
বৌদ্ধ বিহারের অধ্যক্ষের উপর হামলার ঘটনায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সোমবার প্রেস বিবৃতি জারি করা হয়েছে । সংগঠনের সম্পাদক মিহির রঞ্জন হাওলাদারের পক্ষ থেকে জারি করা ওই বিবৃতিতে বলা হয়েছে,’কক্সবাজার জেলার উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা শ্রাবস্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বয়োবৃদ্ধ ভিক্ষু শ্রীমৎ ধর্মজ্যোতিকে রাতে কে বা কারা ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। বর্তমানে তিনি উখিয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।’
অন্যদিকে সংবাদ মাধ্যম হিন্দু ভয়েসের প্রতিবেদনে জানা গেছে,বাংলাদেশের শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের অন্তর্গত কার্তিকপুর গ্রামের একটি গঙ্গা মন্দির চড়াও হয়ে দেবী প্রতিমা ভাঙচুর করে পালিয়েছে দুষ্কৃতীদল । রাস্তার পাশে ওই মন্দিরটিতে রবিবার রাতের দিকে হামলা চালানো হয় । সোমবার বিকেলে স্থানীয় হিন্দুদের নজরে পড়ে যে দেবী গঙ্গা মূর্তির হাত,চূড়া এবং অন্যান্য স্থানে ভাঙা রয়েছে । স্থানীয়দের অনুমান রাস্তা থেকে পাথর ছুড়ে প্রতিমা ভাঙচুর করা হয়েছে । এই ঘটনায় জড়িত দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন বাংলাদেশ সনাতন বৈদিক বিদ্যালয়ের সদস্যরা ।।