ভোট আসে, ভোট যায়,
জনগণ নিরীহ, নিরুপায়!
রঙে কিই বা আসে যায়?
নির্বাচন না প্রহসন, হায়!
ভোট আসে ,ভোট যায়,
প্রতিশ্রুতির বন্যায় ডুবে যায়।
ভোট মিটলেই বন্যা শুকায়,
মৌলিক অধিকারও খর্ব হায়!
সরকারি কর্মচারীরা সংখ্যালঘু, বিলুপ্তপ্রায়!
চুক্তিভিত্তিক কর্মচারীর এক তৃতীয়াংশ, হায় !
আংশিক মাসিক ভাতায় সংসার চলে না, আর;
ধ্বংসের মুখে ভবিষ্যৎ, লক্ষ বেকার হায়!
প্রত্যেক দু বছরে কিন্তু ,ভোট আসে, ভোট যায়!
নেতা নেত্রী নির্বাচন, জনগণের আঙুলের ডগায়,
জনগণ নিঃশ্চুপ, ভোটের লাইনে দাঁড়ায়!
গণতান্ত্রিক অধিকার, একবারই দেখা যায়,
বছর বছর কিন্তু ভোট আসে, ভোট যায়।
দান খয়রাতিতে ভান্ডার শূন্য
কর্দমাক্ত! উন্নয়নের জোয়ার ভাটায়,
সত্য সত্যই, কল্পনা না বাস্তবতায়?
মেরুদন্ডীরা মাটি কামড়ে লড়াই চালায়।
বুদ্ধিজীবীরা নিশ্চুপ কেন হায়?
হিংসা, রক্ত, মৃত্যু ,কারো সিঁদুর কারো কোল খালি হায়!
রাস্তা কারো একার নয়, প্রতিবাদ কি ভুলে গেছে সবাই?
মূল্য চোকায় কয়েকটা তাজা প্রাণ, ভোট/ নির্বাচন প্রহসন হায়!