এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৩ জুলাই : ইসলামে ৭২ হুরের ধারণার উপর নির্মিত সঞ্জয় পুরান সিং চৌহান পরিচালিত হিন্দি ছবি “৭২ হুরেন” নিয়ে ইতিমধ্যেই জলঘোলা শুরু হয়ে গেছে । ছবির ট্রেলার প্রকাশের পর থেকেই একাংশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে । এই পরিস্থিতির মাঝেই জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) এই ছবির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে বলে জানিয়েছেন ছবির নির্মাতারা । মঙ্গলবার(৪ জুলাই ২০২৩) জেএনইউ ক্যাম্পাসে ছবিটি দেখানোর আয়োজন করা হবে বলে জানা যাচ্ছে ।
ইতিপূর্বে জেএনইউ ক্যাম্পাসে গুজরাট দাঙ্গার প্রেক্ষাপটে নির্মিত বিবিসির তথ্যচিত্র, দ্য কেরালা স্টোরি, ছাপাক-এর মত ছবিগুলির বিশেষ স্ক্রিনিং এর ব্যবস্থা করা নিয়ে দেশ জুড়ে তোলপাড় চলেছিল । এবারে “৭২ হুরেন” নিয়ে কি বিতর্কের সৃষ্টি হয় সেটাই দেখার বিষয় । “৭২ হুরেন” ছবিটির প্রযোজনা করেছেন গুলাব সিং তাম্বার, কিরণ ডাগর, অনিরুধ তানওয়ার । প্রযোজনা করেছেন অশোক পন্ডিত । আগামী ৭ জুলাই সারা দেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে ।
একটি ভিডিও বার্তায় অশোক পন্ডিত বলেছেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা খুব জরুরি । একজন চলচিত্র নির্মাতা হিসাবে এই বিষয়ে আমাদেরও দায়িত্ব আছে । আমাদের মতে যত বেশি সংখ্যক যুব সম্প্রদায় এই ছবিটি দেখবে ততই সমাজের জন্য মঙ্গল হবে । সেই কারনে আমরা ৪ জুলাই বিকেল ৪ টে নাগাদ ছবিটি জেএনইউ ক্যাম্পাসে দেখানোর ব্যবস্থা করেছি । অনান্য বিশ্ববিদ্যালয় গুলিকেও ছবিটি দেখানোর জন্য আমরা অনুরোধ করব ।’।