এইদিন ওয়েবডেস্ক,কাবুল,০৩ জুলাই : তালিবানের ভয়ে আশ্রয় নেওয়া বিপূল সংখ্যক শরনার্থীদের দফায় দফায় তাড়িয়ে দিচ্ছে ইরান । ফের তারা ৪,০০০ আফগানি শরনার্থীকে দেশ থেকে তাড়িয়ে দিল । ইরানের জাবুল সীমান্ত কমান্ডার পারভিজ কাসিমজাদেহ বলেছেন যে গত ২৪ ঘন্টায় প্রায় ৪,০০০ আফগানি শরনার্থীকে মিল্ক সীমান্ত ক্রসিং দিয়ে আফগানিস্তানে ফেরত পাঠানো হয়েছে । যদিও তিনি দাবি করেন,আশ্রয়প্রার্থীদের অবৈধ প্রবেশ এবং অবস্থান এবং তাদের পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার তারিখের কারণে গ্রেপ্তার করা হয়েছিল ।
তিনি আরও বলেন,বিদেশী নাগরিকদের ইরানে প্রবেশ, থাকতে এবং ত্যাগ করতে আইনি চ্যানেলের মাধ্যমে কাজ করতে হবে । যদি তারা অবৈধভাবে ইরানে প্রবেশ করে তবে তাদের সীমান্ত রক্ষীদের কাছ থেকে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে ।
প্রসঙ্গত,আফগানিস্তানে তালেবান প্রতিষ্ঠার সাথে সাথে, দেশটির বিপুল সংখ্যক নাগরিক আতঙ্কে অবৈধ পথ দিয়ে ইরানে পালিয়ে যান । ইরান ওই সমস্ত আফগান অভিবাসীদের জোর করে দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে । ইরানের খোরাসান রাজাভিতে বিদেশী নাগরিক ও অভিবাসীদের মহাপরিচালক হোসেন শরাফাতি রাদ বলেছেন যে ইরান চলতি বছরে এযাবৎ ৯০,০০০ আফগান শরণার্থীকে তাদের দেশে ফিরিয়ে দিয়েছে ।।