এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০১ জুলাই : দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে পাড়ায় যাতায়াতের মূল রাস্তাটি । বারবার পঞ্চায়েতের কাছে তদ্বির করেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ । এদিকে বর্ষা শুরু হতেই রাস্তা জুড়ে জমেছে জল । প্রায় হাঁটু পর্যন্ত কাদা । বেহাল রাস্তার কারনে পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের নিত্যানন্দপুর অঞ্চলের কালুত্তক গ্রামের স্কুলপাড়ার বাসিন্দাদের মধ্যে যথেষ্ট ক্ষোভও রয়েছে । শনিবার ওই পাড়ায় পঞ্চায়েত নির্বাচনের প্রচারে গিয়ে কার্যত নাজেহাল হতে হল ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারীকেও । গ্রামবাসীদের আবদার মেনে প্যান্ট গুটিয়ে জল-কাদার উপর দিয়ে হেঁটে প্রচার সারতে হল তাঁকে ।
জানা গেছে,এদিন সকালের দিকে গ্রামে ভোটপ্রচারে গিয়েছিলেন বিধায়ক মানগোবিন্দ অধিকারী । গ্রামের অন্যান্য পাড়ায় ঘুরে ঘুরে প্রচার সেরে তিনি যখন ৬০ নম্বর সংসদ এলাকার স্কুলপাড়ায় আসেন তখন রাস্তার বেহাল অবস্থা দেখে তিনি কার্যত হতভম্ব হয়ে যান । পাড়ার বাসিন্দারা তাঁকে ঘিরে বিস্তর নালিশ জানান । স্থানীয় পঞ্চায়েতের ভূমিকা নিয়েও তাঁরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন । বিধায়ক যখন ভাবছিলেন কিভাবে তিনি ওই রাস্তা দিয়ে হেঁটে ভোটের প্রচার সারবেন,ঠিক তখনই স্থানীয় মহিলারা বিধায়ককে বলেন,’স্যার,এই রাস্তা দিয়ে কি হাঁটা যায় ? আপনি পারবেন হাঁটতে ?’ মহিলাদের কাছ থেকে একথা শোনার পর বিধায়ক জুতো খুলে রেখে এবং প্যান্ট গুটিয়ে জল-কাদার উপর দিয়েই হেঁটে প্রচারপর্ব সারেন । তাঁকে অনুসরণ করে দলীয় কর্মী ও সমর্থকরা । প্রচার শেষে মানগোবিন্দ অধিকারী বলেন, ‘স্কুলপাড়ার ৫৬০ মিটার দীর্ঘ ওই রাস্তার এস্টিমেট আগেই হয়ে গেছে । ভোটের পরেই কাজ হয়ে যাবে ।’।