দিব্যেন্দু রায়,কলকাতা,০১ জুলাই : দীর্ঘ বিরতির পর সক্রিয় রাজনীতিতে ফিরছেন বাংলা সিনেমার একদা জনপ্রিয় অভিনেতা জয় ব্যানার্জি ।২০২১ সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে প্রচার চালাবেন বলে জানালেন ওই বর্ষীয়ান অভিনেতা । শনিবার তিনি ‘এইদিন’কে বলেন,কাটোয়া থেকে আমি আমার দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছি ।
এদিন একটি ভিডিও বার্তায় জয় ব্যানার্জি বলেন, ‘আজ অনেক দিন পর ফের সামনে এলাম । ২০১৯ সালে লোকসভা নির্বাচনে উলুবেড়িয়াতে লড়াই করেছিলাম । ওখানে খুব মার খেয়েছিলাম- বুকে, পিঠে,মাথায় । তারপর থেকে আমার স্নায়ূর সমস্যা হয় । ১৮ দিন আইসি ইউতে থাকি । মৃত্যুর সঙ্গে লড়াই করি । চিকিৎসকরা বলেছিলেন আর বাঁচবে না । তারপর গত বছর আমার সবচেয়ে প্রিয়জন আমার বাবা গত হলেন । আমি দিশেহারা হয়ে গিয়েছিলাম । আমি ভেবেছিলাম বাবা ছাড়া আমিও আর বাঁচবো না ।’
তিনি বলেন,’ওই বছর ১২ ফেব্রুয়ারী কলকাতা বিমানবন্দরে জেপি নাড্ডাজির সঙ্গে আমার দেখা হয় । নাড্ডাজি আমাকে বুকে টেনে নিয়ে বোঝালেন যে কারোর বাবা সারা জীবন বেঁচে থাকে না । আপনি বাংলার বিজেপির প্রথম সেলিব্রিটি । আপনি বিজেপির জন্য অনেক কাজ করেছেন ।বিজেপিতেই আপনাকে কাজ করতে হবে । নাড্ডাজির এই কথা রুপোর কাঠি, সোনার কাঠির মত কাজ করেছে । তারপর ১৫ এপ্রিল আমি অমিত শাহজির সাথে দেখা করেছি । আমি এখানে সুকান্তদা,অমিতাভ চক্রবর্তীদাসহ প্রত্যেকের সাথেই দেখা করি ।’ সেই সঙ্গে তিনি বলেন,’আমি যখন দিশেহারা ছিলাম, তখন আমি হয়তো উল্টোপাল্টা কিছু বলে ফেলেছিলাম । তারজন্য আমি নিশর্ত ক্ষমা চাইছি । আজ আমি আনন্দিত,মা কালীর আশীর্বাদে আবার বিজেপির প্রচারে যোগদান করছি । আজ আমার পলিটিকাল সেকেন্ড ইনিংস শুরু হতে চলেছে । আপনারা আমাকে আশীর্বাদ করবেন, ভালোবাসা দেবেন ।’
বাংলা সিনেমা জগতে জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম জয় ব্যানার্জি । তিনি ১৯৮২ সালে বিদেশ সরকার পরিচালিত অপরূপা চলচ্চিত্রে দেবশ্রী রায়ের বিপরীতে তাঁর অভিনয় জীবনে আত্মপ্রকাশ করেন । পরে ১৯৮৭ সালে নবেন্দু চ্যাটার্জি পরিচালিত ‘চপার’ চলচ্চিত্রে তার ভূমিকার জন্য তিনি তিনি জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বহু প্রশংসিত হয়েছেন । জয় ব্যানার্জির উল্লেখযোগ্য ছবিগুলো হল,’হীরক জয়ন্তী’, ‘মিলন তিথি’, ‘জীবন মরণ’, ‘অভাগিনী’, ‘লক্ষ্য ভেদ’, এবং ‘মর্গ’ প্রভৃতি । ২০১৪ সালে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন জয় ব্যানার্জি । ওই বছর লোকসভা নির্বাচনে বীরভূমের আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন । কিন্তু তিনি পরাজিত হন । পরে উলুবেড়িয়া থেকে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসাবে টিএমসির বর্তমান সাংসদ সাজদা আহমেদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জয় ব্যানার্জি । কিন্তু সেখানেও তিনি পরাজিত হন । পরে ২০২১ সালের নভেম্বরে তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে তিনি আর বিজেপির হয়ে প্রতিনিধিত্ব করবেন না । অবশ্য তিনি দলবদলও করেননি । রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের আবহে ফের দলকে শক্তিশালী করতে আসরে নামছেন একদা বাংলা সিনেমার এই জনপ্রিয় অভিনেতা । ২০২৪ লোকসভা নির্বাচনের আগে তাঁর সক্রিয়ভাবে দলে ফিরে আসায় রাজ্য বিজেপি আখেরে উপকৃতই হবে বলে মনে করছেন অভিজ্ঞ মহল ।
অভিনেতা জয় ব্যানার্জির বক্তব্য শুনুন 👇
এই বিষয়ে বিজেপির পূর্ব বর্ধমান জেলার ইনচার্জ তথা কাটোয়া ৪৯ নম্বর জেডিপির বিজেপির প্রার্থী কৃষ্ণ ঘোষ বলেন,’জয় ব্যানার্জি দলের জন্য অনেক কিছু করেছেন । মাঠে ময়দানে নেমে উনি কাজ করেছে । এলাকার মানুষ এক ডাকে ওনাকে চেনেন । উনি ফের সক্রিয় রাজনীতিতে ফিরে এলে অবশ্যই দল উপকৃত হবে ।’ পাশাপাশি তিনি জয় ব্যানার্জির বাবার মৃত্যুতে সমবেদনা জানান ।।