দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),০১ জুলাই : পঞ্চায়েত ভোটের সময় শাসকদল যদি ঝামেলা পাকায় তাহলে তাদের ‘চাঁদি ফাটিয়ে’ দেওয়ার নিদান শোনালেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখার্জি । তাঁর কথায়,’মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেলে কি করতে হয় মানুষ জানে। বড়শুল, বারাবণী, ভাঙর, ডোমকল, রানিনগর দেখিয়ে দিয়েছে। ফার্স্ট রাউণ্ডেই তৃণমূলকে বোল্ড আউট করে পার্টি অফিসে ঢুকিয়ে দিয়ে গিয়েছে ।’ তিনি বলেন,’পুলিশের ছত্রছায়ায় আমরা নমিনেশন করিনি । আমরা যদি সকালের মিঠে রোদ হতে পারি তাহলে দুপুরের চাঁদিফাটা রোদ কেন হতে পারি না ? ভোটের সময় যদি কেউ বেগরবাই করতে আসে তাহলে তাদের চাঁদি ফাটিয়েই বাড়ি পাঠিয়ে দিন ।’
আজ শনিবার সকালে পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারে হাউসিং মাঠে দলের নির্বাচনী জনসভায় যোগ দেন সিপিএমের যুব রাজ্যনেত্রী মীনাক্ষী মুখার্জি । ওই জনসভায় রাজ্য পুলিশের উদ্দেশ্যে ‘নিরপেক্ষ’ হওয়ার বার্তা দেন তিনি । মীনাক্ষী বলেন,’পুলিশকে বলছি একটু নিরপেক্ষ হন ।’ পাশাপাশি সিভিক ভলান্টিয়ারদের উদ্দেশ্যে তার পরামর্শ,’ভাই তোমাদের বিনা পরীক্ষার চাকরি, কোনওদিনই স্থায়ী হবে না । । কারণ স্থায়ী চাকরি তাদেরই হবে যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে। তাই ওদের কথায় বেশি নাচতে যেও না । আর হাইকোর্ট তো বলেই দিয়েছে সিভিক ভলেন্টিয়াররা যেন বুথের কাছে যেন না ঘেঁসে ।’
রাজ্যের শাসকদলের পাশাপাশি রাজ্য বিজেপিকেও নিশানা করেন মীনাক্ষী মুখার্জি । ‘নারদা’ দূর্নীতি নিয়ে তিনি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে বলেন,’নারদার টাকা নিয়ে দুর্নীতি হয়েছে,অথচ বিজেপির নেতারা এনিয়ে কেউ উচ্চবাচ্চ করছে না । কারণ শুভেন্দু অধিকারীকে জামাই আদরে বাড়িতে বসিয়ে রাখা হয়েছে । নারদার তদন্ত হলে হয় ওকে দল থেকে বের করে দিতে হবে,নচেৎ ওকে জেলে ভরতে হবে ।’ মীনাক্ষীর অভিযোগ,’বিজেপি মেদিনীপুরে তৃণমূলের হয়ে পোষ্টার সাঁটাচ্ছে। ডায়মণ্ডহারবারে তৃণমূলের হয়ে বিজেপি প্রচার করছে। আসলে ওদের মধ্যেও সেটিং আছে । আর সৌমিত্র, শুভেন্দু, শঙ্কু, ভারতীরা নাকি তৃণমূলকে জব্দ করবে !’