এইদিন ওয়েবডেস্ক,তিরুবনন্তপুরম,০১ জুলাই : বর্তমানে ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) নিয়ে দেশ জুড়ে ব্যাপক আলোড়ন চলছে । গত ২৭ জুন ইউসিসির সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন যে ভারতের সংবিধান যখন সকলের জন্য সমতার কথা বলে তখন “দুটি আইন” দিয়ে দেশ চালানো যায় না । কিভাবে বিভিন্ন পরিবারের সদস্যদের জন্য ভিন্ন ভিন্ন নিয়ম প্রযোজ্য হতে পারে। মানুষের জন্য দুটি ভিন্ন নিয়ম থাকলে কি একটি পরিবার কাজ করবে? তাহলে একটি দেশ কীভাবে চলবে? আমাদের সংবিধানও সব মানুষের সমান অধিকারের নিশ্চয়তা দেয় ।
এদিকে প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর দেশের ইসলামি সংগঠনগুলি ও সিপিআই(এম)-এর মত কিছু রাজনৈতিক দল ইউসিসির বিরোধিতা শুরু করে দিয়েছে । শুক্রবার কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে ইউসিসি বিরোধী অবস্থান বিক্ষোভে সামিল হতে দেখা যায় । ওই বিক্ষোভে পিনারাই বলেছিলেন যে ইউনিফর্ম সিভিল কোড বিজেপির নির্বাচনী এজেন্ডায় রয়েছে । তিনি ইউসিসিকে ‘সংঘ পরিবারের একটি নির্বাচনী চক্রান্ত’ বলে অবিহিত করে । তিনি আহ্বান জানান,’আসুন সকল সম্প্রদায়ের মধ্যে গণতান্ত্রিক আলোচনার মাধ্যমে ভারতের বহুত্ববাদ এবং সংস্কারকে সমর্থন করার যে কোনো প্রচেষ্টার বিরোধিতা করি ।’
এদিকে কেরালার সভাপতি কে সুরেন্দ্রন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের এই অবস্থানের তীব্র নিন্দা করেছেন । শুক্রবার তিনি বলেন, ‘সিপিআই (এম) একটি মুসলিম দলে পরিণত হয়েছে। এর সর্বশেষ উদাহরণ হল ইউনিফর্ম সিভিল কোডের বিরুদ্ধে পিনারাই বিজয়নের অবস্থান বিক্ষোভে সামিল হওয়া । তিনি আরও বলেন,’কেরালার মুখ্যমন্ত্রীর লক্ষ্য মুসলমানদের মেরুকরণ করা ।
কোনো মুসলিম পিতা-মাতা তিন তালাক গ্রহণ করবেন না । একইভাবে, কোনো মুসলিম পিতা-মাতা সম্পত্তি অধিকারের ক্ষেত্রে মেয়েদের প্রতি বৈষম্যও মেনে নেবেন না ।’ কে সুরেন্দ্রন বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক সমতার জন্য অভিন্ন নাগরিক আইন সমর্থন করেন ।।