আমিরুল ইসলাম,মঙ্গলকোট(,পূর্ব বর্ধমান),১৩ এপ্রিল : ভোটের মরশুম চলছে । তাই নির্বাচন কমিশনের নির্দেশে পুলিশ গুরুত্বপূর্ণ সড়ক পথগুলিতে নিয়মিত নাকাচেকিং চালাচ্ছে । সোমবার রাতে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের নতুনহাটে অজয় নদের উপর লোচনদাস সেতুতে নাকা চেকিংয়ের সময় একটি সন্দেহভাজন চারচাকা গাড়িতে চল্লাশি চালিয়ে ১০ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ । গাড়ির চালক কোনও বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ ওই টাকা সিজ করে আয়কর বিভাগের হাতে তুলে দিয়েছে বলে জানা গেছে ।
মঙ্গলকোটের লোচনদাস সেতু পূর্ব বর্ধমানের সঙ্গে বীরভূম ও মূর্শিদাবাদ জেলার মধ্যে সংযোগকারী অন্যতম একটি সেতু । সেই কারনে এই সেতুর উপর দিয়ে যাতায়তকারী যানবাহনের উপর সারা বছর কড়া নজর থাকে পুলিশের । বর্তমানে ভোটের মরশুম চলায় নির্বাচন কমিশনের নির্দেশে আরও সতর্ক পুলিশ ।
পুলিশ সুত্রে জানা গেছে,সোমবার রাতে ম্যাজিস্ট্রেট পদমর্যাদার আধিকারিক সাগর শ্রীবাস্তবের নেতৃত্বে লোচনদাস সেতুতে বাদশাহী সড়কপথে রুটিন নাকাচেকিং চলছিল । সেই সময় বীরভূমের দিক থেকে বর্ধমানের দিকে আসছিল একটি চারচাকা গাড়ি । যথারীতি পুলিশ গাড়িটি আটকে চালক মতিউর রহমানকে জিজ্ঞাসাবাদ শুরু করে । চালকের কথাবার্তায় সন্দেহ হওয়ায় গাড়িতে তল্লাশি চালাতে শুরু করে পুলিশ । তারপরেই উদ্ধার হয় একটি পলিথিনের প্যাকেট । সেই প্যাকেটের মধ্যে ৬-৭ টি বাদামি রঙের খামের মধ্যে ৫০০ ও ২০০ টাকার বান্ডিল নজরে পড়ে পুলিশের । ওই টাকার উৎস কোথায় ও কোথায় কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল চালক তার সদুত্তর দিতে না পারায় পুলিশ ওই ১০ লক্ষ টাকা সিজ করে । পরে আয়কর বিভাগের হাতে সিজ করা টাকা তুলে দেওয়া হয় । এদিকে চালকের কাছ থেকে মুচলেকা নিয়ে গাড়ি ও চালককে ছেড়ে দিয়েছে পুলিশ । টাকার উৎস ও কি উদ্দেশ্যে ও কোথায় অত টাকা নিয়ে যাওয়া হচ্ছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ।।