এইদিন ওয়েবডেস্ক,প্যারিস,২৯ জুন : ফরাসি পুলিশ কর্তৃক ১৭ বছর বয়সী এক কিশোরকে গুলি করে হত্যার ঘটনায় দেশটিতে সহিংস প্রতিবাদের ঝড় উঠেছে । ক্ষুব্ধ জনতা গত দুই রাতে ফ্রান্সে বেশ কয়েকটি রাস্তায় গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।এছাড়াও ১৫০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এই বিক্ষোভ চলাকালীন প্যারিসে কমপক্ষে ৭৭ জনকে এবং ফ্রান্সের অন্য কয়েকটি শহরে ৩১ জনেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভকারীরা দেয়ালে ‘জাস্টিস ফর নাহেল’ এবং ‘পুলিশ মেরেছে’ স্লোগান লিখেছেন।
ফরাসি পুলিশ জানায়,এযাবৎ অনেক গাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং কিছু দোকান, থানা এবং কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে ।
উল্লেখ্য,২৭ জুন মঙ্গলবার, ফরাসি পুলিশ প্যারিসের কাছে “নাহল” নামে ১৭ বছর বয়সী এক কিশোরকে গুলি করে হত্যা করে । ওই কিশোর একটা গাড়ি চালাচ্ছিল তখন । ট্রাফিক অফিসার তাকে থামানোর আদেশ দিলেও সে কর্ণপাত করেনি ।সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে একজন অফিসার একটি গাড়ির চালকের দিকে বন্দুক তাক করছেন, তারপর গুলি চালাচ্ছেন। তারপর চলন্ত অবস্থায় উলটে যায় গাড়িটি । এরপর থেকেই দেশ জুড়ে শুরু হয়েছে হিংসাত্মক বিক্ষোভ।
এদিকে ফ্রান্স আজ বৃহস্পতিবার হিংসা নিয়ন্ত্রণে আনতে সারা দেশে ৪০,০০০ পুলিশ বাহিনী মোতায়েন করছে । ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্যারিসে ৫,০০০ সহ ফ্রান্স জুড়ে আজ ফোর্স একত্রিত করার কথা ঘোষণা করেছে ।।