• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

এক বৌমা তৃণমূল অপর বৌমা সিপিএমের প্রার্থী, তাঁদের টক্কর দিতে কাকি শাশুড়ি বিজেপির হয়ে হাল ধরেছেন

Eidin by Eidin
June 29, 2023
in রাজ্যের খবর
এক বৌমা তৃণমূল অপর বৌমা সিপিএমের প্রার্থী, তাঁদের টক্কর দিতে কাকি শাশুড়ি বিজেপির হয়ে হাল ধরেছেন
তিন দলের তিন প্রার্থী । কাটোয়া । বৃহস্পতিবার ।
7
SHARES
96
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৯ জুন : বঙ্গ রাজনীতিতে এ যেন সত্যি এক দৃষ্টান্ত । গোটা পরিবার টাকে সর্বদলীয় রাজনীতির মিলনক্ষেত্র বানিয়ে ফেলেও সংঘাতহীন দুই বৌমা ও কাকিমা শাশুড়ি।পশ্চিমবঙ্গের এবারের পঞ্চায়েত নির্বাচনে এই তিনজন ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের হয়ে ভোট যুদ্ধে সামিল হয়েছেন । ছোট জা স্বপ্না তৃণমূলের হয়ে, বড় জা রীনা সিপিএমের হয়ে পঞ্চায়েত আসনে প্রার্থী হয়েছেন । আর এই দুই বৌমাকে টক্টর দিতে কাকিমা শাশুড়ি অর্চনা দাস পঞ্চায়েত সমিতি আসনে বিজেপির প্রার্থী হয়ে ভোটের লড়াইয়ে সামিল হয়েছেন । তবে শাশুড়ি বৌমারা কেউই রাজনীতির ময়দানের উত্তাপের আঁচ বাড়িতে পৌছাতে দেননি । বরং একে অপরের পরিপূরক হয়ে সংসার সামলে তাঁরা তাঁদের সংসারে শান্তিও বজায় রেখেছেন। রান্না করা তরকারী আদান প্রদানও যথারীতি চলছে।
পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই উত্তাপের
পারদ চড়েছে রাজ্যজুড়ে।তারই সঙ্গে পাল্লা দিয়ে
বেড়েছে শাসক ও বিরোধীদের মধ্যে রাজনৈতিক হিংসা হানাহানির ঘটনা। পাহাড় থেকে সমতল সর্বত্রই একই চিত্র । রক্ত ঝরছেই । এমন এক অশান্ত পরিস্থিতিতে কাটোয়ার গোশুম্বা গ্রামের দাস পরিবারের তিন বধূ এখন যেন হিংসা মুক্ত বন্ধুত্বপূর্ণ রাজনীতির প্রতিচ্ছবি । আর তার দৌলতেই তাঁরা কাটোয়াবাসীর মনজয় করে নিয়েছেন।পৃথক তিন দলের প্রার্থী হয়ে একই পরিবারের তিন বধূর এমন শান্তিপূর্ণ লড়াই বঙ্গ রাজনীতিতে নতুন দিশা দেখাচ্ছে বলে মনে করছেন কাটোয়ার ভোটাররা ।
একটা সময় ছিল যখন ভোট আসলেই খবরের শিরোনামে জায়গা করে নিত পূর্ব বর্ধমানের কাটোয়া-১ ব্লকের আলমপুর পঞ্চায়েতের গোশুম্বা গ্রাম।পূর্বে এই গ্রামে সিপিএমের দাপট ছিল সীমাহীন। তবে দাপট দেখানোর ব্যাপারে কংগ্রেসও পিছুপা ছিল না । ২০১১ সালে গোশুম্বা গ্রামে খুন হন সিপিএম নেতা নারায়ণ দাস। তার জেরে গ্রামে হিংসা মাত্রা ছাড়ায়। একের পর এক বাড়িতে আগুন লাগান হয়। সেই অগ্নিগর্ভ পরিস্থিতি সামাল দিতে তখন গ্রামে স্থায়ীভাবে বসানো হয় পুলিশ পিকেট।
রাজ্য রাজনীতিতে পালাবদলের পর ধীরে ধীরে গোশুম্বা গ্রামে রাজনীতির ভোল পাল্টাটে শুরু করে। কংগ্রেসের বেশিরভাগ কর্মী যোগদান করে তৃণমূলে।২০১৪ সালের পর থেকে গ্রামে মাথাচাড়া দেয় বিজেপি।গত লোকসভা ও বিধানসভা ভোটের ফলাফলের নিরিখে অন্য দল গুলিকে পিছনে ফেলে গোশুম্বা গ্রামে বিজেপি এগিয়ে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল ,সিপিএম রয়েছে তৃতীয় স্থানে । এমন এক গ্রামে পঞ্চায়েত ভোটের মুখে হিংসা মুক্ত রাজনীতির আইকন এখন দাস পরিবারের তিন বধূ ।
গ্রামের তৃণমূল প্রার্থী স্বপ্না দাসের বাড়িতে বুধবার গিয়ে দেখা যায় তিনি সংসারের কাজে ব্যস্ত রয়েছেন। প্রচারে যাচ্ছেন না ? এই প্রশ্ন করতে
স্বপ্নার স্পষ্ট জবাব,’দিদি মমতা বন্দ্যেপাধ্যায়ের দলের প্রার্থী হয়েছি,প্রচারে বেরহব না ! সেটা কি করে হয় । সংসারের কাজ সেরেই দলের নেতা কর্মী ও সমর্থকদের সঙ্গে গ্রামের বাসিন্দাদের বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছি ।’ সবাইকে বলছি,’আমাদের মমতা দিদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নানা জনমুখী প্রকল্প চালু রেখেছেন। বিনে পয়সায় রেশনে চাল দিচ্ছেন, মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক সহায়তা পাচ্ছে ,নি খরচায় চিকিৎসা পরিষেবা পাবার জন্য স্বাস্থ্যসাথী চালু করেছে ।’ ভোটাররাও বুঝছে তৃণমূল কংগ্রেসের সরকারের দ্বারা তারা কতটা উপকৃত হচ্ছে। স্বপ্না দাবি করেন,এইসবের পরিপ্রেক্ষিত গ্রামের মানুষ নিজের সুবিধার জন্য তাঁকেই জেতাবেন ।
স্বপ্না যখন তৃণমূলের হয়ে এতসব কথা বলছেন তখন পাশের ঘর থেকে বেড়িয়ে এসে সিপিএম প্রার্থী রীনা দাস বলেন,’কেন্দ্র ও রাজ্য উভয় সরকারই উন্নয়ের নামে সাধারণ মানুষকে শোষন করছে। তাই মানুষ আমাদের অর্থাৎ সিপিএমের প্রতি ফের আস্থা রাখবেন।আমাকেই জয়ী করবেন ।’ বাড়ির এক বৌমা তৃণমূলের হয়ে আর অপর বৌমা সিপিএমের হয়ে যখন সওয়াল করছেন তখন বিজেপির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দিতায় নামা কাকি শাশুড়ি অর্চনা দাস চুপ করে থাকেন কি করে । তিনি বলেন,তৃণমূল নয় , সিপিএমও নয় ,দেশের মানুষের প্রকৃত উন্নয়ণ একমাত্র বিজেপি করতে পারে । বাংলার মানুষও সেটাই বিশ্বাসও করেন। তাইতো গোশুম্বা গ্রামের মানুষ গত দুটি ভোটে বিজেপিকেই এগিয়ে রখেছে।তাই এবারের পঞ্চায়েত ভোটে গোশুম্বা গ্রামের মানুষ তাঁকেই ভোট দিয়ে জয়ী করবেন বলে মন্তব্য করেন অর্চনাদেবী ।
একই বাড়ির সদস্য হয়েও তিনজনে যুযুধান তিন রাজনৈতিক দলের প্রার্থী হয়েছেন বলে সংসারে
অশান্তি হচ্ছে না ? এর উত্তরে দুই বৌমা স্বপ্না ও রীনা এবং কাকিমা শাশুড়ি অর্চনাদেবী এক সুরে বলে ওঠেন , ’অশান্তি কেন হবে ! আমাদের সংসারে কোনদিন অশান্তি ছিল না , আর অশান্তি হবেও না। রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে,আর সংসার সংসারের জায়গায় থাকবে । ভোট সাময়িক সময়ের ব্যাপার ,কিন্তু সংসার সারা জীবনের ।’পাশাপাশি তিন প্রার্থীই এক সুরে বলেন,’আমরা বাড়িতে যেমন শান্তি চাই , তেমনি শান্তি চাই ভোটের ময়দানেও।গ্রামের মানুষ তাঁদের পছন্দ মত যাকে খুশি ভোট দেবেন। এখানে কোন অশান্তি হতে আমরা দেব না”। গ্রামবাসী স্বপন দাস বলেন,দাস পরিবারের তিন প্রার্থী প্রকৃত অর্থেই দেশের রাজনীতিতে একটা দৃষ্টান্ত তৈরি করতে পেরেছেন।এমন রাজনীতিরই এখন খুব প্রোজন বলে স্বপন বাবু মন্তব্য করেছেন ।।

Previous Post

স্টকহোমের মসজিদের বাইরে ইসলামের ধর্মগ্রন্থ কুরানের কপির উপর লাথি ও পুড়িয়ে নজিরবিহীন প্রতিবাদ ইরাকি বংশভূত যুবকের

Next Post

ফ্রান্সে কিশোরকে গুলি করে মারার পর হিংসার ঘটনায় গ্রেফতার শতাধিক

Next Post
ফ্রান্সে কিশোরকে গুলি করে মারার পর হিংসার ঘটনায় গ্রেফতার শতাধিক

ফ্রান্সে কিশোরকে গুলি করে মারার পর হিংসার ঘটনায় গ্রেফতার শতাধিক

No Result
View All Result

Recent Posts

  • হাওড়ার তরুনী ডাক্তারের লাভ জিহাদে ফাঁসার খবর সামনে আসতেই লক্ষ্ণৌ মেডিকেল কলেজের ডাক্তার রমিজউদ্দিনের লাভ জিহাদ চক্রের নতুন কাহিনী উন্মোচন 
  • কানাডায় ঘনিষ্ঠ সঙ্গী আব্দুল গফুরির হাতে খুন ভারতীয় বংশোদ্ভূত হিমাংশী খুরানা 
  • উদয়পুরে চলন্ত গাড়িতে আইটি কোম্পানির ম্যানেজারকে গণধর্ষণ 
  • পর পর ৪ বাড়িতে চুরির ঘটনায় ধৃত দুষ্কৃতীকে জেরা করে “নদীয়ার গ্যাং” সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য পেলো কাটোয়া থানার পুলিশ
  • “বাংলাদেশের মুসলিমরা যদি বাবরি মসজিদের জন্য টাকা পাঠাতে পারে তাহলে আমরাও  দিপু দাসের পরিবারেকে অর্থ সাহায্য করবো” : বললেন শুভেন্দু অধিকারী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.