এইদিন ওয়েবডেস্ক,সাহারানপুর,২৮ জুন : উত্তরপ্রদেশের আজাদ সমাজ পার্টি-কাঁশিরামের জাতীয় সভাপতি তথা ভীম আর্মির প্রধান চন্দ্র শেখর আজাদের কনভয়ে হামলা হয়েছে । আজ বুধবার বিকেল প্রায় ৬ টা নাগাদ আজাদের কনভয় মুসলিম অধ্যুষিত সাহারানপুরের দেওবন্দ এলাকা দিতে যেতেই এলাকায় সশস্ত্র লোকজন হামলা চালায় বলে নিউজ ২৪-এর প্রতিবেদনে জানা গেছে । দুষ্কৃতীরা চন্দ্র শেখর আজাদের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় । তার মধ্যে একটা গুলি গাড়ির গেট ভেদ করে তার পেট ছুৃঁয়ে চলে যায় । মোট ৪ রাউন্ড গুলি চালানো হয়েছে বলে জানা গেছে । চন্দ্রশেখর আজাদকে দেওবন্দ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। এডিজি আইনশৃঙ্খলার জানিয়েছেন, চন্দ্রশেখর আজাদের শরীর ছুঁয়ে বেরিয়ে গেছে একটা বুলেট । ঘটনাস্থলে ডিএম ও এসএসপিকে পাঠানো হয়েছে । এদিকে গুলিতে আজাদের গাড়ির কাচ ভেঙে যায় । বলা হচ্ছে, হামলাকারীরা হরিয়ানার নম্বর প্লেট লাগানো গাড়িতে চড়ে এসেছিল । পুলিশ জানিয়েছে,ঘটনার তদন্ত চলছে ।
চন্দ্রশেখরের দল টুইট করেছে, দেওবন্দে চন্দ্রশেখর আজাদের ওপর হত্যাকাণ্ড বহুজন মিশন আন্দোলনকে রুখতে কাপুরুষোচিত কাজ। অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার, কঠোর ব্যবস্থা ও জাতীয় সভাপতি ভাই চন্দ্রশেখর আজাদের নিরাপত্তার দাবি জানায় দল ।’
প্রসঙ্গত,রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও চন্দ্রশেখর একজন আইনজীবীও । ২০১৪ সালে তিনি সতীশ কুমার এবং বিনয় রতন সিংয়ের সাথে ভীম আর্মি গঠন করেন ৷ ভারতের দলিত হিন্দুদের শিক্ষা সহ বিভিন্ন অধিকারের জন্য লড়াই করে তার দল । চন্দ্রশেখর নিজেও দলিতদের জন্য অনেক স্কুল পরিচালনা করেন ।।