এইদিন ওয়েবডেস্ক,শ্রীনগর,২৮ জুন : জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে খতম হল এক সন্ত্রাসবাদী । মঙ্গলবার সকালে এই এনকাউন্টার অভিযানটি চলে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার হাওওরা গ্রামে । খতম সন্ত্রাসবাদীকে কুলগামের আকবরাবাদ হাওরার বাসিন্দা আব্দুল মজিদ লোনের ছেলে আদিল মাজিদ লোন বলে পুলিশ শনাক্ত করেছে । সে সন্ত্রাসবাদী সংগঠন আল- বদরের এক নতুন নিয়োগপ্রাপ্ত সন্ত্রাসী ছিল বলে জানতে পেরেছে পুলিশ ।
একজন পুলিশ আধিকারিক বলেছেন যে কুলগামের হাওরা এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কিত নির্দিষ্ট ইনপুট আসে পুলিশের কাছে । তারপর সোমবার রাতে জম্মু-কাশ্মীর পুলিশ, সেনাবাহিনী এবং সিআরপিএফের একটি যৌথ কর্ডন এবং অনুসন্ধান অভিযান শুরু হয়েছিল । অনুসন্ধান অভিযানের সময়, যৌথ অনুসন্ধান দলটি সন্দেহজনক স্থানের দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে লুকিয়ে থাকা সন্ত্রাসী বাহিনীর উপর নির্বিচারে গুলি চালায়, যার ফলে একজন জম্মু-কাশ্মীর পুলিশ কর্মী আহত হন এবং পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয় । তার অবস্থা স্থিতিশীল এবং আশঙ্কামুক্ত ।
তিনি আরও বলেন,’এর পর লুকিয়ে থাকা সন্ত্রাসীকেও আত্মসমর্পণের সুযোগ দেওয়া হলেও সে যৌথবাহিনীর ওপর গুলি চালিয়ে যাচ্ছিল । শেষে বাহিনীর পালটা গুলিতে সে খতম হয় ।
পুলিশ সূত্রে খবর,রাতভর এনকাউন্টার চলাকালীন, নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আল-বদরের সাথে যুক্ত ওই স্থানীয় সন্ত্রাসী নিহত হয় এবং এনকাউন্টারের স্থান থেকে তার দেহ উদ্ধার করা হয় । এনকাউন্টারের স্থান থেকে একটি পিস্তল সহ তাজা গোলাবারুদ এবং একটি গ্রেনেড সহ অপরাধমূলক উপকরণ, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে ।
এদিকে এনকাউন্টারে খতম হওয়া সন্ত্রাসী তার মৃত্যুর কিছুক্ষণ আগে একটি ভিডিও রেকর্ড করেছিল । যেটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে সে বর্ণনা করেছে যে কীভাবে সে নিরাপত্তা বাহিনীর দ্বারা কোণঠাসা হয়ে রয়েছে । উল্লেখ্য,গত দুই সপ্তাহে, কুলগাম অঞ্চলের মাচিল, কেরান এবং পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর তিনটি অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করার পরে ১২ জন সন্ত্রাসী খতম হয়েছে ।।