এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,২৭ জুন : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে আধা-সামরিক বাহিনী ফ্রন্টিয়ার কর্পস (FC) এর একটি কনভয়ে আত্মঘাতী হামলায় অন্তত একজন পুলিশ নিহত এবং অন্য পাঁচজন আহত হয়েছে । আহতরা প্রত্যেকেই পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যস বলে জানিয়েছেন ডেপুটি কমিশনার বশির আহমেদ । একজন মহিলা আত্মঘাতী বোমা হামলাকারী প্রদেশের তুরবাত জেলার কমিশনার রোডে বিস্ফোরণ ঘটিয়ে কনভয়সহ নিজেকে উড়িয়ে দেয় বলে তিনি জানান ।
বশির আহমেদ আরও জানান,শনিবারের এই আত্মঘাতী হামলার লক্ষ্য ছিল আধা-সামরিক বাহিনী, কিন্তু ভুল করে এফসি কনভয়কে নিয়ে আসা একটি পুলিশ গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয় । তিনি বলেন, আহতদের মধ্যে একজন মহিলা পুলিশ অফিসারও রয়েছেন ।কোনো গোষ্ঠী বা ব্যক্তি এখনো হামলার দায় স্বীকার করেনি ।।