এইদিন ওয়েবডেস্ক,কৌশাম্বি,২৭ জুন : ওয়ান্টেড অপরাধীকে এনকাউন্টারে মারলো উত্তরপ্রদেশের পুলিশ । মৃত দুষ্কৃতীর নাম গুফরান(Gufran) । তার বাড়ি উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলায় । খুন ও ডাকাতিসহ বহু গুরুতর অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে । গুফরানের ওপর ১,২৫,০০০ টাকা পুরষ্কার ঘোষণা করেছিল ইউপি পুলিশ । উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) কৌশাম্বি (Kaushambi) জেলার মানঝানপুরের(Manjhanpur) সামদা চিনিকলের (Samda sugar mill) কাছে মঙ্গলবার সকাল ৫ টার দিকে একটি এনকাউন্টারে গুলি করে তাকে হত্যা করেছে ।
প্রয়াগরাজ জোনের একজন ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক জানিয়েছেন, কৌশাম্বি জেলায় যখন এসটিএফ দল অভিযান চালাচ্ছিল তখন এই এনকাউন্টার ঘটে । এসটিএফ দলের মুখোমুখি হলে ওই দুষ্কৃতী গুলি চালায় যার পরে পুলিশ কর্মীরা পাল্টা জবাব দেয় । ক্রস ফায়ারিংয়ে সে গুলিবিদ্ধ হয় এবং আহত হয় । হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ।
পুলিশ জানিয়েছে,গুফরানের বিরুদ্ধে ২০১৯ সাল থেকে ১৩ টি মামলা দায়ের করা হয়েছিল – এর মধ্যে ১২ টি প্রতাপগড়ে এবং একটি সুলতানপুরে দায়ের করা হয়েছিল ।স্পেশাল ডিজি (আইন শৃঙ্খলা) প্রশান্ত কুমার বলেছেন, গুফরানের উপর প্রয়াগরাজ জোন কর্তৃক এক লাখ টাকা এবং সুলতানপুর পুলিশ কর্তৃক ২৫,০০০ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল।
উল্লেখ্য,২০১৭ সালের মার্চে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পর থেকে এযাবৎ উত্তরপ্রদেশে এনকাউন্টারে ১৮৬ জন দুষ্কৃতকারীর মৃত্যু হয়েছে । মৃতদের মধ্যে প্রায় ৯৬ জন অপরাধী হত্যা মামলায় অভিযুক্ত, দু’জন শ্লীলতাহানি, গণধর্ষণ মামলা এবং পকসো মামলার আসামি । এনকাউন্টারে পায়ে গুলি লেগে জখম হয়েছে প্রায় ৫,০৪৬ জন দুষ্কৃতী । প্রতি ১৫ দিনে ৩০ টিরও বেশি অপরাধীকে গুলি করা হয় এবং আহত করার ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে ।।