কোথা থেকে শুরু করব, তোমার কথা “মা”,
কোথায় গিয়ে শেষ করব , তার নাই যে সীমানা।
“মা”, তোমার তরে দেখেছি ধরণী, দেখেছি প্রথম আলো,
তোমার স্নেহে কেটেছে আমার, শৈশবের দিনগুলো।।
তোমার কোলে খেলেছি আমি, সকাল-বিকাল-সন্ধ্যা,
তোমার বুকের উষ্ণ ছোঁয়ায়, রাতের গভীর নিদ্রা।।
তোমার আঁচল ঢেকে আমি করেছি অমৃত পান,
তোমার আঁচলের উষ্ণ ছোঁয়ায়, আদরে জুড়িয়েছি প্রাণ।।
তোমার কাছেই প্রথম শুরু আমার সহজ পাঠ,
তোমার কাছেই পেয়েছি শিক্ষা মিথ্যা বলা পাপ।।
তোমার চোখেই পেয়েছি স্নেহে, পেয়েছি চোখে ভয়,
তোমার শাসনেই কেটে গিয়েছে আমার দুরন্ত কৈশোরময়।।
বার্ধক্য আমায় দিচ্ছে সাড়া ফুরালো যৌবন-মধুময়,
জীবনের বাকিটুকু সঙ্গে থেকে করে দাও তুমি আনন্দময়,
“মা” করে দাও তুমি আনন্দময়।।
“মা” তুমি যেওনা ছেড়ে আমায়, তুমি যেওনা ছেড়ে আমায় ।।