দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৬ জুন : আজ সোমবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরেরর একটা তেলেভাজার দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগান । পরে দমকলের একটা ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে । তবে তার আগেই প্রায় ৩০ হাজার টাকার সামগ্রী আগুনে ভস্মীভূত হয়ে গেছে বলে জানিয়েছেন দোকান মালিক গনেশ মোদক ।
জানা গেছে,কাটোয়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ড এলাকার হাড়িহাট পাড়ায় রয়েছে গনেশবাবুর তেলেভাজার দোকানটি । পাকা দোকান ঘর । কিন্তু তিনি কাঠের জ্বালানিতেই তেলেভাজা তৈরি করেন ।গনেশবাবু জানান,এদিন বিকেল প্রায় পাঁচটা নাগাদ তিনি যখন উনানে চপ-বেগনি তৈরি করছিলেন, সেই সময় কড়াইয়ে তেলে আচমকা দাউদাউ করে আগুন জ্বলে ওঠে । তেলের আগুন ঘরে রাখা মজুত কাঠে ছিটকে এসে পড়ে । ক্রমে জ্বালানি কাঠ জ্বলতে শুরু করলে আগুনের লেলিহান শিখা ঘরের সমস্ত সামগ্রীকে গ্রাস করে । গনেশবাবু বলেন,’অনেক কষ্ট করে দোকনটাকে দাঁড় করিয়েছি । সেই উপার্জনেই আমার সংসার চলে । এখন ফের কি করে ব্যবসা শুরু করবো জানি না ।’।

