এইদিন ওয়েবডেস্ক,সিন্ধু(পাকিস্তান),২৬ জুন : এমনিতেই পাকিস্তানের সিন্ধু প্রদেশকে সংখ্যালঘু হিন্দুদের বধ্যভূমি বলা হয় । বিগত কয়েক বছর ধরে গোটা প্রদেশ জুড়ে বিভিন্ন বয়সের হিন্দু মেয়েদের অপহরণের পর জোর করে ধর্মান্তরিত করে মুসলিম ব্যক্তির সাথে বিয়ে দেওয়ার ঘটনা সমানে ঘটে চলেছে । সাম্প্রতিক সময়ে সেই ঘটনা আরও বেড়ে গেছে বলে জানা গেছে । পাকিস্তানের সামাজিক কর্মকর্তা নারায়ন দাস ভিল এমনই কয়েকটি অপহরণের পর জোর করে ধর্মান্তরিত করার ঘটনার কথা প্রকাশ্যে এনেছেন ।
তিনি নিজের টুইটার হ্যান্ডেলে প্রমাণ সহ ভিডিও পোস্ট করে জানান, সিন্ধু প্রদেশের নবাবশাহ এলাকার ১২ বয়সের হিন্দু কিশোরী রোশনি সুচিকে(Roshni Sochi) ১৬ দিন আগে অপহরণ করেছিল নিজাম রিন্দ(Nizam Rind) ও সাদ্দাম (Saddam) নামে দুই মুসলিম যুবক । মেয়েটিকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে জোর করে ধর্মান্তরিত করে তারা । পরে কিশোরীকে উদ্ধার করে আদালতে তোলা হয় । মেয়েটি তার বাবা-মায়ের কাছে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে আদালত তাকে অনুমতি দিতে বাধ্য হয় এবং অপহরণকারী দুই দুষ্কৃতীর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেয় ।
দ্বিতীয় একটি ঘটনার বিবরণে তিনি জানিয়েছেন,
কয়েক মাস আগে সিন্ধু প্রদেশের খিপ্রো(Khipro) এলাকার বাসিন্দা মীনা কোলহি নামে এক হিন্দু কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় ইকবাল ভাম্ভরো (Iqbal Bumbaro) নামে এক দুষ্কৃতী ও তার দলবল । যদিও তখন মেয়েটি ওই দুষ্কৃতীর খপ্পরের হাত থেকে পালিয়ে আসতে সক্ষম হয় । ফিরে এসে মীনা জানায় যে তাকে অপহরণ করে জোরপূর্বক ইসলামে ধর্মান্তরিত করার পর ইকবাল ভাম্ভরোর সাথে বিয়ে করতে বাধ্য করা হয়েছিল ।
পরে মেয়েটিকে উদ্ধার করদ আদালত হলে তাকে তার বাবা-মায়ের সাথে থাকার অনুমতি দেওয়া হয় ।কিন্তু ইকবাল বুম্বারো ও তার বন্ধুদের মিলে মেয়েটির পরিবারকে নির্যাতন করে এবং মীনাকে ফের অপহরণ করে নিয়ে গেছে বলে দাবি করা হয়েছে । এখনো পর্যন্ত মেয়েটির কোনো সন্ধান পায়নি পরিবার ।
তৃতীয় একটি ঘটনার বিবরণে নারায়ন দাস জানান, করাচির কালা ব্রিজের (Kala Bridge, Karachi) বাসিন্দা জেঠারামের(JethaRam) মেয়ে পূজা কুমারী(Pooja Kumari ) নামে এক বিবাহিত হিন্দু মহিলাকে প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তরিত করার ঘটনা ঘটেছে । পরে তাকে স্থানীয় পীর মিয়া জাভেদ আহমেদ কাদরির(Pir Mian Javed Ahmed Qadri) বাড়িতে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয়। যদিও পূজা কুমারীকে যার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে তার নাম গোপন রাখা হয়েছে ।
তবে শুধু পাকিস্তানি হিন্দুই নয়,আফগান শরনার্থীদের উপর অমানবিক নির্যাতন চালাচ্ছে পাকিস্তানের কট্টরপন্থীরা । সিন্ধু প্রদেশের মিরপুরখাস এলাকার এক বছরের একটা শিশুকন্যাকে তার মায়ের সামনে গুলি করে হত্যা করা হয়েছে বলে পাকিস্তানি মিডিয়ার খবর । নিহত শিশুর মা ক্যামেরার সামনে কাঁদতে কাঁদতে বলেন, ‘আফগানদের এদেশ থেকে বিতাড়িত করেই ছাড়বে ওরা ।’ উল্লেখ্য,সম্প্রতি পাকিস্তানের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে অবিলম্বে সিন্ধু প্রদেশের ৪০ লাখ আফগানকে তাদের দেশে ফেরত পাঠাতে হবে ।।

