এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,২৫ জুন : ফের ঘটল ভয়াবহ ট্রেন দূর্ঘটনা । এবারে দূর্ঘটনাস্থল বাঁকুড়া । জানা গেছে,আজ রবিবার ভোর সাড়ে চারটে নাগাদ খড়্গপুর- বাঁকুড়া আদরা রেল পথে ওন্দা স্টেশনের লুপ লাইনে বিষ্ণুপুরের দিকে মুখ করে দাঁড়িয়ে ছিল একটি মালগাড়ি । তখন বাঁকুড়া থেকে বিষ্ণুপুরের দিকে যাওয়া অন্য একটি মালগাড়ি সেই লুপ লাইনে ঢুকে পড়ে । এরপর ওই ট্রেনটি দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে । মালগাড়ির গতি বেশি থাকায় তার ইঞ্জিন অপর মালগাড়ির উপরে উঠে পড়ে । দুমড়ে মুচড়ে যায় দুই ট্রেনের একাধিক বগি । দূর্ঘটনায় দুই খালি মালগাড়ির মোট ১২ টি বগি লাইনচ্যুত হয়েছে বলে জানা গেছে । এদিকে প্রচন্ড শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন আশপাশের লোকজন । তারা চলন্ত মালগাড়ির ভিতরে আটকে পড়া লোকো পাইলটদের উদ্ধার করেন । রেলদপ্তর সূত্রে জানা গেছে, এক মালগাড়ির এক চালকের সামান্য আঘাত লেগেছে । তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে । এই দুর্ঘটনার জেরে ওভারহেড তার ছিঁড়ে আদ্রা বিভাগের ট্রেন চলাচল ব্যাহত হয়েছে ।
আদ্রা বিভাগ পশ্চিমবঙ্গের চারটি জেলা যথা পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং বর্ধমান এবং ঝাড়খণ্ডের তিনটি জেলা যথা ধানবাদ, বোকারো এবং সিংভূমকে কভার করে এবং দক্ষিণ পূর্ব রেলওয়ের অধীনে রয়েছে এই রেলপথ । কিন্তু কিভাবে চলন্ত মালগাড়িটি একই লুপ লাইনে ঢুকে পড়েছিল তা স্পষ্ট নয় । এই বিষয়ে রেলদপ্তরের বিবৃতি পাওয়া যায়নি ।
প্রসঙ্গত, গত ২ জুন ওড়িশায় বালাসোরে করোমন্ডল এক্সপ্রেস এবং অন্য দুটি ট্রেনের ভয়াবহ দুর্ঘটনা ঘটে । যাতে কমপক্ষে ২৭৫ জনের প্রাণহানি হয়েছিল ।বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, শালিমার- চেন্নাই সেন্ট্রাল করোমন্ডল এক্সপ্রেস এবং একটি মালগাড়ির সাথে দুর্ঘটনাটি কলকাতার ২৫০ কিলোমিটার দক্ষিণে এবং ভুবনেশ্বরের ১৭০ কিলোমিটার উত্তরে বাহানাগা বাজার স্টেশনের কাছে সন্ধ্যা ৭ টা নাগাদ ঘটে । দুর্ঘটনাটি ঘটে যখন চেন্নাইগামী শালিমার-চেন্নাই সেন্ট্রাল করোমন্ডল এক্সপ্রেসটি ইন্টারলকিং ত্রুটির কারনে পাশের ট্র্যাকে চলে আসে । সেখানে তখন দাঁড়িয়ে ছিল একটি মালগাড়ি । মালগাড়ির সাথে সংঘর্ষের জেরে লাইনচ্যুত হয় করোমন্ডল এক্সপ্রেসের একাধিক বগি । ইতিমধ্যে সেই সময় বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি চলে এলে করোমন্ডল এক্সপ্রেসের বগিগুলি ওই ট্রেনের উপর উড়ে এসে পড়ে । যার জেরে ভয়াবহ দূর্ঘটনাটি ঘটে যায় ।।