প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৪ জুন : ছেঁড়া কাঁথায় শুয়ে লাখপতি হওয়ার স্বপ্ন অনেকেই দেখেন।পূর্ব বর্ধমানের জামালপুর থানার গ্রামকালনা নিবাসী দিনমজুর শেখ নসিমুল হকও তেমনই স্বপ্ন দেখতেন। তবে লাখপতি হওয়ার পরিবর্তে কোটি পতি হয়ে যাবেন,এমন অলিক কল্পনা কোন দিনও করেননি নসিমুল । কিন্তু সেটাই হয়ে গিয়েছে। ভাগ্যের চাকা ঘুরে যাওয়ায় শনিবার দুপুরে ১৫০ টাকা দিয়ে লটারি টিকিট কেটে বিকালে কোটিপতি বনে গিয়েছেন নাসিমুল হক । তবে কোটিপতি বনে গিয়ে অজানা আতঙ্কে তিনি ভয়ে শিঁটিয়ে গিয়েছেন। তাই লটারি টিকিটটি পকেটে গুঁজে নিয়ে তিনি থানায় পৌছে গিয়ে পুলিশ কর্তাদের পাশে থাকার অনুরোধ করে যান ।
নসিমুল হক জানিয়েছেন,তিনি দিন মজুরের কাজ করেন। তবে বড়লোক হওয়ার স্বপ্ন নিয়ে তিনি তাঁর ছেলেদের নিষেধ না শুনেই লটারি টিকিট কাটতেন। এটা তার নেশায় পরণত হয়ে গিয়েছিল।এদিন শনিবার বেলা ১১ টার সময় তিনি ১৫০ টাকা দিয়ে একটি লটারির টিকিট কেনেন।বিকালে তাঁর ভাই প্রথম ফোন করে সুখবর জানায় । ভাই জানায়,তাঁর কেনা লটারি টিকিটে একেবারে প্রথম পুরস্কার লেগে গেছে ।
টিকিট বিক্রেতা তারক পাল জানান; তার কাছ থেকে অন্য এক বিক্রেতা টিকিটটি নিয়ে বিক্রি করেন।ওই বিক্রেতার কাছ থেকেই নসিমুল টিকিটটি কেনেন। তাতেই প্রথম পুরস্কার লেগে যায় । লটারি টিকিট কেটেই বড়লোক হওয়ার স্বপ্নপূরণ হল নসিমুলের ।।