দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৪ জুন : মুর্শিদাবাদের বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে এক ব্যক্তির মৃত্যুর খবরের মাঝেই শনিবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার অর্জুনডিহি গ্রামে হিজাবুল শেখ নামে এক ব্যক্তির বাড়ির পাশে তাদের গোয়ালঘর থেকে উদ্ধার হল বিপুল পরিমান বোমার মশলা । পাশাপাশি উদ্ধার হয়েছে দু’রাউণ্ড গুলি সমেত একটি কার্বাইনও । গোপন সূত্রে খবর পেয়ে শনিবার দুপুরে হিজাবুলদের গোয়ালঘরে হানা দিয়ে একাধিক প্লাস্টিকের ব্যাগে রাখা প্রায় ১০ কেজি পরিমান বোমার মশলা উদ্ধার করেছে কাটোয়া থানার পুলিশ । তবে পুলিশের অভিযানের কথা টের পেয়ে আগে থেকেই চম্পট দেয় হিজাবুল শেখ । পুলিশ তার সন্ধান চালাচ্ছে ।
কাটোয়ার মহকুমা পুলিশ আধিকারিক কৌশিক বসাক বলেন,’এই ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে । কি উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও বোমার মশলা মজুত করে রাখা হয়েছিল তা তদন্ত করে দেখা হচ্ছে ।’ স্থানীয় বাসিন্দাদের সন্দেহ পঞ্চায়েত ভোটে কাজে লাগানোর জন্যই বোমার মশলা মজুত করে রাখা হয়েছিল । এনিয়ে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে ।।