বলাকার ঠোঁট দুটো কম্পিত স্বরে
বলে গেলো কানে কানে দুখের তরে।
মেঘগুলো যায় ভেসে সূদূর পারে,
গান গেয়ে ভেসে ওড়ে সারে গারে গারে।
চোখ দুটো ছলছল ভেতরে যে ব্যথা,
জমা আছে অন্তরে যন্ত্রণার হাজার কথা।
দল বেঁধে চোখ মুছে যায় উড়ে তাই,
যদি কিছু সন্দেশ আড়ালেতে পাই।
কালো মেঘের চমকানি বলে যাও বাড়ি ,
কম্পিত ঠোঁট দুটো বলে যেন আড়ি।
মেঘেদের সাথে তারা ভেসে যায় দূরে,
দূর হতে কলি সব আসে ভেসে সুরে।
পেটে খিদে মুখে লাজে বেরিয়ে পড়ে,
বাঁধনহারা হয়ে যেন খাবারের তরে।
বৈকালিক লাল সুখে আকাশে ভাসি,
আজ তাই বলাকার একমুখ হাসি ।