দিব্যেন্দু রায়,পূর্ব বর্ধমান,২২ জুন : এক রাতের মধ্যে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ও ভাতারে একাধিক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে । কাটোয়ার খাজুরডিহি জুনিয়র বেসিক স্কুল ও পাশেই একটি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের (এমএসকে) একাধিক তালা ভেঙে সর্বস্ব নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা । অন্যদিকে ভাতার থানার এরুয়ার গ্রামের মাঠের ৫ টি সাবমার্সিবল পাম্প ঘরের তালা ভেঙে যন্ত্রাংশ চুরি হয়ে গেছে । দু’জায়গাতেই সংশ্লিষ্ট থানায় আজ বৃহস্পতিবার সকালে অভিযোগ দায়ের করা হয়েছে । তবে সন্ধ্যা পর্যন্ত চুরির কোনো কিনারা করতে পারেনি পুলিশ।
জানা গেছে,এদিন সকালে কাটোয়ার খাজুরডিহি জুনিয়র বেসিক স্কুলের শিক্ষকরা স্কুলে আসতেই দেখেন স্কুলের তিনটি ঘরে তালা ভাঙা অবস্থায় রয়েছে । ওই ঘরগুলি থেকে উধাও হয়ে গেছে আলমারিতে রাখা নগদ পাঁচ হাজার টাকা, প্রিন্টার মেশিন, মিড ডে মিলের কিছু বাসনপত্র সহ বেশ কিছু সামগ্রী । ওই স্কুলের পাশেই একটি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের (এমএসকে) তালা ভেঙে বেশ কিছু সামগ্রী চুরি করে পালিয়েছে দুষ্কৃতীরা । খাজুরডিহি জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষক অরূপ পণ্ডিতের কাছ থেকে চুরির খবর পেয়ে তদন্তে আসে কাটোয়া থানার পুলিশ । পুলিশ জানিয়েছে,ঘটনার তদন্ত শুরু হয়েছে ।
পাশাপাশি এরুয়ার গ্রামের পাশে মাঠের মধ্যে ৫ পাঁচটি সাবমার্সিবল পাম্প ঘরের তালা ভেঙে যন্ত্রাংশ চুরির বিষয়টি এদিন সকালে নজরে পড়ে স্থানীয় চাষিদের । জানা গেছে, গুচ্ছপ্রকল্পে সরকারিভাবে বসানো ওই সাবমার্সিবল পাম্পগুলি স্বনির্ভর গোষ্ঠীদের মাধ্যমে পরিচালিত হয় । স্থানীয় কৃষকরা জানান,পাম্পগুলি থেকে আনুমানিক ৫০ হাজার টাকার সামগ্রী চুরি গেছে । এদিন গোষ্ঠীগুলির তরফ থেকে এনিয়ে ভাতার থানায় এনিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ । এদিকে আমন চাষের মুখেই সাবমার্সিবল পাম্প থেকে যন্ত্রাংশ চুরি হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন এলাকার শতাধিক কৃষক ।।