এইদিন ওয়েবডেস্ক,গজনি,১৯ জুন : তালিবান ফিরে আসার পর থেকেই একের পর এক নিষেধাজ্ঞা জারি করে চলেছে । আর অধিকাংশ নিষেধাজ্ঞাই আফগানি মহিলাদের বিষয়ে । এবারে এক অদ্ভুত ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে তালিবান । আফগানিস্তানের গজনি প্রদেশের হাসপাতাল গুলিকে একটি আদেশ জারি করে তালিবান জানিয়েছে তারা যেন মোটর সাইকেল-সম্পর্কিত ট্র্যাফিক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসা না দেয় । আফগান মিডিয়া হাশত-ই সুবের প্রতিবেদনে জানা গেছে,তালিবানের এই নিষেধাজ্ঞার পর বিগত এক সপ্তাহ ধরে গজনি প্রদেশের কয়েক ডজন মোটর সাইকেল দুর্ঘটনার শিকারকে স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়নি । এদিকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরেও চিকিৎসা না পেয়ে প্রচুর টাকা গাড়ি ভাড়া দিয়ে আহতদের পাশের প্রদেশের হাসপাতালে নিয়ে যেতে বাধ্য হয়েছে পরিবারের লোকজন ।
শোনা যাচ্ছে যে তালিবানরা গজনিতে যানজট মোকাবিলার উদ্দেশ্যেই এই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে । স্বাস্থ্যসেবা কর্মীরা তালিবানের এহেন ফতোয়াকে জনস্বাস্থ্য বিধি লঙ্ঘন হিসাবে দেখছেন । যদিও তাকে কোনো ভ্রুক্ষেপ করছে না তালিবান । এমনকি তারা এই নির্দেশের পিছনে কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যাও দেয়নি । এদিকে আজ সোমবার কুন্দুজ প্রদেশে মোটরসাইকেল এবং একটি গাড়ির মধ্যে সংঘর্ষে তিনজন ব্যক্তি প্রাণ হারিয়েছে বলে জানা গেছে ।।