এইদিন ওয়েবডেস্ক,কাঠমান্ডু,১৯ জুন : ওম রাউত পরিচালিত এবং প্রভাস-কৃতি শ্যানন অভিনীত হিন্দি ছবি ‘আদিপুরুষ’ ১৬ জুন মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্কের সৃষ্টি করেছে । অনুপযুক্ত চরিত্র চিত্রণ, কাহিনী, সংলাপ ইত্যাদির জন্য সমালোচিত হয়েছে এই ছবিটি । এমনকি টুইটারে ‘হ্যাশট্যাগ বয়কট আদিপুরুষ’ ট্রেন্ডও চলে । পৃথ্বীরাজ মাস্ক নামে এক ব্যক্তি হিন্দু ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ছবিটির প্রযোজক ও পরিচালকের বিরুদ্ধে মুম্বাইয়ের আন্ধেরি থানায় শনিবার মামলা দায়ের করেছেন বলে দাবি করেছেন । পৃথ্বীরাজ মাস্কি সংঘর্ষ (Sangharsh) নামে একটি এনজিওর সভাপতি । এবার ‘আদিপুরুষ’ ছবি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে প্রতিবেশী রাষ্ট্র নেপাল।
ছবিটি থেকে দুটি লাইন না সরানো পর্যন্ত নেপালের দুই শহরে বলিউডের আর কোনো চলচ্চিত্র প্রদর্শন করা হবে না বলে জানিয়েছেন ওই দুই শহরের মেয়র । কাঠমান্ডু এবং পোখারার মেয়র দেবী সীতা বা জানকীকে ‘ভারতের কন্যা’ বলে অভিহিত করা একটি লাইনের সমালোচনা করেছেন । প্রসঙ্গত,নেপালের হিন্দুরা বিশ্বাস করেন, রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরে জনকপুরে জন্মগ্রহণ করেছিলেন দেবী সীতা ।
কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ রবিবার ফেসবুক পোস্টে বলেছেন যে তিনি শহরের প্রেক্ষাগৃহগুলোকে বলিউডের সমস্ত চলচ্চিত্র প্রদর্শন বন্ধ করতে বলেছেন । কাঠমান্ডু পৌরসভা এলাকায় কোন ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি দেওয়া হবে না যতক্ষণ না ছবিটি থেকে এই আপত্তিকর অংশটি সরানো না হয় ।
কাঠমান্ডুর পাশাপাশি পোখারা মেট্রোপলিটন সিটির মেয়র ধনরাজ আচার্যও প্রেক্ষাগৃহগুলোকে এই চলচ্চিত্র প্রদর্শন বন্ধ করতে বলেছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই । এদিকে ছবিটির সহ-লেখক মনোজ মুনতাশির শুক্লা রবিবার জানিয়েছেন, যে সংলাপগুলি দর্শকদের আহত করেছে সেগুলি পুনরায় লেখা হবে । তিনি বলেন, ‘আমি আদিপুরুষের জন্য চার হাজারেরও বেশি লাইনের সংলাপ লিখেছি, কিন্তু পাঁচটি লাইন কারও কারও অনুভূতিতে আঘাত করেছে ।’।