এইদিন ওয়েবডেস্ক,মালদা,১১এপ্রিল : মালদার মানিকচক বিধানসভার কংগ্রেস প্রার্থী তথা মানিকচকের বিদায়ী বিধায়ক মোত্তাকিন আলাম ও দক্ষিণ মালদা সংসদ আবু হাসেম খান চৌধুরীর উপর হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে । অভিযোগ, দুই কংগ্রেস নেতার গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে । এমনকি মোত্তাকিন আলমকে গাড়ি থেকে নাকিয়ে মারধরেরও চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে দুষ্কৃতিদের বিরুদ্ধে । ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় । বর্ষীয়ান কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী বলেন, ‘তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা হাতে দলীয় পতাকা নিয়ে আমাদের উপর হামলা চালায় । গাড়ি ভাঙচুর করে । মোত্তাকিন আলামকে গাড়ি থেকে নামিয়ে মারধরের চেষ্টা করে । ভেবেছে জোর যার মুলুক তার । ক্ষমতায় আছে বলে যা খুশি তাই করবে ।’
স্থানীয় সুত্রে জানা গেছে,রবিবার মানিকচক বিধানসভার অন্তর্গত ফুলবাড়িয়া অঞ্চলের পূর্ব ন’ঘড়িয়া গ্রামে কংগ্রেসের একটি কর্মী বৈঠক ছিল । ওই বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন মানিকচক বিধানসভার কংগ্রেস প্রার্থী তথা মানিকচকের বিদায়ী বিধায়ক মোত্তাকিন আলাম ও দক্ষিণ মালদার কংগ্রেসের সংসদ আবু হাসেম খান চৌধুরী ।
মোত্তাকিন আলামের অভিযোগ, ‘আমাদের ফেরার পথে ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান শেখ জাহিদুলের নেতৃত্বে দুষ্কৃতীদল হঠাৎ আমাদের উপর চড়াও হয়ে হামলা চালায় । তাদের প্রত্যেকের হাতে তৃণমূলের পতাকা ছিল । ওরা আমার ও ডালুবাবুর গাড়িতে ভাঙচুর করে ৷ আমাকে মারধর করে ।’ পাশাপাশি তিনি বলেন, ‘আজ বাংলায় নৈরাজ্য চলছে ৷ গনতন্ত্রকে হত্যা করা হয়েছে । এই অবস্থায় নির্বাচন কেন করা হচ্ছে ? মানুষকে ভোট দিতে দেওয়া হচ্ছে না । মানুষের গনতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে ।’ তিনি জানিয়েছেন,এদিনের হামলার ঘটনার বিষয়ে ইংলিশবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । সেই সঙ্গে নির্বাচন কমিশনকে বিষয়টি জানিয়ে অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন কংগ্রেস বিধায়ক ।।