এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৮ জুন : মুম্বাই বিস্ফোরণে অভিযুক্ত কেরালার বাসিন্দা সন্ত্রাসবাদী সিএমএ বশিরকে(CMA Bashir) সম্প্রতি কানাডা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে । নিষিদ্ধ সংগঠন ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া (সিমি)-এর নেতা বশিরের জন্ম ১৯৬১ সালে কেরালার কাপ্রাসেরি এলাকায় । চানেপারম্বিল আব্দুল খাদার এবং বায়াথুর কনিষ্ঠ পুত্র বশির অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেছেন । কাপ্রাসেরির কাছে আলুভাতে ২০০১ সালে সিমি-র একটি শক্তিশালী ঘাঁটি তৈরি করেছিল বশির । ১৯৮০- এর দশকের শেষের দিকে বশিরকে সিমির সর্বভারতীয় সভাপতি করা হয় । সে আইএসআই দ্বারা প্রশিক্ষণ নিতে পাকিস্তানেও গিয়েছিল ।
ভারতের ৫০ জন মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদীর তালিকায় নাম ছিল তার ।
মুম্বাই বিস্ফোরণ মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত বশির । ওই হামলায় ১২ জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিলেন । তারপরেই গা ঢাকা দেয় ওই সন্ত্রাসবাদী । সে মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে ভারতে নাশকতা চালানোর ষড়যন্ত্র করত বলে সন্দেহ গোয়েন্দাদের ।
বশিরের বিরুদ্ধে রেড কর্নার নোটিশও জারি করে ইন্টারপোল । ইন্টারপোলের জারি করা নোটিশে বশিরকে খুন, খুনের চেষ্টা, ষড়যন্ত্র, বিস্ফোরক ব্যবহার করে সরকারি সম্পত্তির ক্ষতি, নিষিদ্ধ অস্ত্র রাখা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে । মুম্বাই পুলিশ জানিয়েছে বশিরকে হস্তান্তরের চেষ্টা চলছে ।।