এইদিন ওয়েবডেস্ক,দিনহাটা(কোচবিহার),১৮ জুন : পঞ্চায়েত নির্বাচনের আবহে ফের খুন হল এরাজ্যে । এবারে কোচবিহারের দিনহাটায় বিজেপি প্রার্থীর দেবরকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । মৃতের নাম শম্ভু দাস(২৭) । তার বাড়ি দিনহাটা-২ ব্লকের কিসামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের টিয়াদহ এলাকায় । মৃত যুবকের বউদি বিশাখা দাস দিনহাটা ব্লকের কিসামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের ১৪৯ নম্বর বুথের বিজেপি প্রার্থী ।
জানা গেছে,শনিবার রাতে শম্ভু দাস যখন বাড়ির বাইরে ঘোরাফেরা করছিলেন সেই সময় দুষ্কৃতীরা তার পিছু ধাওয়া করে কুপিয়ে খুন করে । পরে যুবকের ক্ষতবিক্ষত দেহটি বানিয়াদহ নদীর পাশে একটা পাটখেতে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন ও গ্রামবাসীরা । খবর পেয়ে মৃতদেহটি সাহেবগঞ্জ থানার পুলিশ উদ্ধার করে নিয়ে যায় । আজ রবিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।
দিনহাটা শহর বিজেপির সভাপতি অজয় রায় বলেন,’দিন কয়েক আগেই বাড়ির মধ্যেই আমাদের এক কর্মীকে গুলি করে খুন করে তৃণমূল কর্মীরা । তার জের মিটতে না মিটতেই ফের এই খুনের ঘটনা ঘটল ।’ তাঁর অভিযোগ,রাজনৈতিক উদ্দেশ্যেই এই খুনের ঘটনা ঘটেছে । স্থানীয় বিধায়ক উদয়ন গুহের মদতে পুলিশ ঘটনাটিতে পরিকল্পিতভাবে প্রণয়ঘটিত বলে চালানোর চেষ্টা করছে ।’ তিনি এই খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন । অন্যদিকে স্থানীয় তৃণমূল বিধায়ক উদয়ন গুহ সংবাদ মাধ্যমের কাছে বলেছেন,’এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই । মৃত শম্ভু দাস টিউশন পড়াতেন,রাজনীতি করতেন না । তাকে খুন করে তৃণমূলের কি লাভ ? তৃণমূল যদি খুন করবো মনে করত তাহলে তার দাদা বউদিকে করতো ।’ তিনি বলেন,’ শুনেছি বিষয়টি প্রেমঘটিত । একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মৃত যুবকের । পুলিশ ইতিমধ্যেই ওই মেয়ে ও তার মাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে ।’ বিজেপির বিরুদ্ধে মৃতদেহ নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলেছেন তৃণমূল বিধায়ক ।।