এইদিন ওয়েবডেস্ক,রায়গঞ্জ,১৮ জুন : পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীর হাতে খুন হলেন স্বামী । ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার অন্তর্গত বাংলাদেশ সীমান্তবর্তী কৈলাডাঙ্গী গ্রামে । পুলিশ জানিয়েছে,মৃতের নাম জসিমউদ্দিন মহম্মদ (৫৪) । বিষয়টি জানাজানি হতেই ঘাতক স্ত্রী তসলিমা বেগমকে ধরে বেদম মারধর শুরু করে স্থানীয় বাসিন্দারা । পরে খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে আনে । ধৃত বধূর বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রজু করেছে পুলিশ । মৃতদেহটি রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ময়নাতদন্ত করা হয়েছে ।
জানা গেছে,রায়গঞ্জ ব্লকের বিন্দোল অঞ্চলের কৈলাডাঙ্গী গ্রামের বাসিন্দা জসিমউদ্দিন মহম্মদ টোটো চালাতেন । কর্মসূত্রে অধিকাংশ সময় তাকে বাড়ির বাইরে থাকতে হত । সেই সূযোগে জসিমউদ্দিন স্ত্রী তসলিমা বেগম স্থানীয় এক যুবকের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন । জসিমউদ্দিনের অনুপস্থিতিতে প্রায়ই তাদের বাড়িতে আসত ওই যুবক । বিগত প্রায় ২ বছর ধরে তসলিমা ওই যুবকের সাথে পরকীয়া সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন বলে অভিযোগ মৃতের পরিবারের ।
পরিবার সূত্রে খবর,এনিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হত । এরপর শনিবার জসিমউদ্দিনকে নিজের শোবার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায় । সকালে তসলিমাকে কান্নাকাটি করতে দেখে বিষয়টি জানতে পারে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ৷ তারা ওই বধূকে এনিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে । কিন্তু সে অসংলগ্ন কথাবার্তা বলায় চেপে ধরতেই ঘাতক বধূ নিজের অপরাধের কথা কবুল করে । বধূ জানায় যে শনিবার ভোরে তার স্বামী যখন ঘুমিয়ে ছিল তখন তার গলায় বিদ্যুতের তার পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করে মেরে দিয়েছে । এরপরেই ক্ষিপ্ত বাসিন্দারা বধূকে ধরে বেদম মারধর শুরু করে । মায়ের ফাঁসির দাবি জানিয়েছেন ছেলে শাহেদ আলি।।