এইদিন ওয়েবডেস্ক,উগান্ডা,১৮ জুন : পশ্চিম উগান্ডায় ইসলামিক স্টেট গোষ্ঠীর সাথে যুক্ত সন্ত্রাসবাদী সংগঠন অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ)-এর জঙ্গিরা অন্তত ৪১ জনকে নৃশংসভাবে হত্যা করেছে । নিহতদের মধ্যে ৩৮ জন পড়ুয়া । ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেছেন যে শুক্রবার গভীর রাতে বন্দুক ও ছুরি হাতে এমপন্ডওয়ের লুবিরিহা মাধ্যমিক বিদ্যালয়ে (Lhubiriha Secondary School in Mpondwe) হামলা চালায় এডিএফ-এর সদস্যরা । তখন পড়ুয়ারা স্কুলের ছাত্রাবাসে ঘুমছিল। সন্ত্রাসবাদীরা ছাত্রাবাসের জানালা গিয়ে এলোপাতাড়ি গুলি চালানোর পর আগুন ধরিয়ে দেয় ।
এমপোন্ডওয়ে-লুবিরিহা শহরের কাউন্সিলের মেয়র সিলভেস্টার মাপোজি বলেছেন,স্কুলের ৩৯ জন ছাত্র নিহত হয়েছে । আক্রমণকারীরা ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে ফিরে যাওয়ার আগে তারা আরও দুজনকেও হত্যা করেছে । নিহতদের মধ্যে একজন মহিলা এবং একজন পুরুষ । এতে সংখ্যাটি ৪১-এ পৌঁছেছে । নিহতদের শরীর পুড়ে এতটাই বিকৃত হয়ে গেছে যে অনেককে সনাক্ত করা সম্ভব হয়নি । অন্যান্য ছাত্রদের এখনও হিসাব পাওয়া যায়নি ।’
১৬ বছর বয়সী পড়ুয়া মুমেরে এডগার ডিডো বলেছে, ‘হামলাকারীরা ছুরি ও বন্দুক নিয়ে তাদের ছাত্রাবাসে আসে এবং বাইরে থেকে গুলি চালায়, যার ফলে অধিকাংশ ছাত্র ঘুমন্ত অবস্থাতেই বিছানার মৃত্যুর কোলে ঢলে পড়ে । তারা জানালা দিয়ে গুলি চালাতে থাকে, তারপর মেয়েদের ডরমেটরিতে যাওয়ার আগে আমরা ভিতরে থাকাকালীন আমাদের ঘরে আগুন ধরিয়ে দেয় ।’
উগান্ডা পিপলস ডিফেন্স ফোর্সেস (ইউপিডিএফ) মুখপাত্র ফেলিক্স কুলাইগিয়ে বলেছেন, অপহৃত ছয়জন ছাত্রকে বিরুঙ্গা জাতীয় উদ্যানের দিকে নিয়ে যাওয়া হয়েছে । অপহৃত ছাত্রদের উদ্ধারে ইউপিডিএফ অপরাধীদের ধাওয়া শুরু করেছে পুলিশ ।’ তবে নিহতদের বয়স বা কতজন ছাত্র সে বিষয়ে পুলিশ বিস্তারিত জানায়নি ।
উগান্ডা পুলিশ টুইট করেছে,’গত রাতে,আমরা এডিএফ বিদ্রোহীদের দ্বারা একটি সন্ত্রাসী হামলা নথিভুক্ত করেছি, লুবিরিহা মাধ্যমিক বিদ্যালয়ে, এমপন্ডওয়েতে, যা ডিআরসি সীমান্ত থেকে প্রায় ২ কিলোমিটার দূরে অবস্থিত । একটি ছাত্রাবাস পুড়িয়ে দেওয়া হয় এবং একটি খাবারের দোকান লুট করা হয় । এখনও পর্যন্ত ২৫ টি মৃতদেহ স্কুল থেকে উদ্ধার করে বেভেরা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ।এছাড়াও উদ্ধার করা হয়েছে ৮ ভুক্তভোগীকে, যারা বেভেরা হাসপাতালে গুরুতর অবস্থায় রয়েছেন। বিরুঙ্গা জাতীয় উদ্যানের দিকে ইউপিডিএফ এবং পুলিশের তৎপরতা চলছে । যারা নিহত হয়েছে আমরা তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং যারা আহত হয়েছে তাদের জন্য আমাদের প্রার্থনা জানাই । আরো বিস্তারিত যথাসময়ে পাওয়া যাবে ।’
প্রসঙ্গত, ২০১০ সালে সোমালিয়া-ভিত্তিক সন্ত্রাসবাদী সংগঠন আল শাবাব-এর হামলায় ৭৬ জন নিহত হওয়ার পর থেকে এটি উগান্ডায় সবচেয়ে মারাত্মক হামলা ।।