এইদিন ওয়েবডেস্ক, প্রতাপগড়, ১৬ জুন :মালাবদলের মুহুর্তে অতিরিক্ত যৌতুকের দাবি করে বসে বর ও বরযাত্রী । বিয়ে পর্ব চুকে যাওয়ার পর সময় মত তা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেয় কনের পরিবার । কিন্তু নাছোড়বান্দা বর বিয়ে সম্পন্ন হওয়ার অতিরিক্ত পণের দাবিতে অনড় থাকে । এদিকে বিয়ের লগ্নও পেড়িয়ে যায় । শেষে কনের পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে বরকে একটা গাছের সঙ্গে বেঁধে রাখে । ঘটনাটা ঘটেছে উত্তরপ্রদেশের প্রতাপগড়ের হরখপুরে । বরকে গাছে বেঁধে রাখার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ।
জানা গেছে,বিয়ের অনুষ্ঠানটি ছিল গত বুধবার । হরখপুরের তরুনী কিশোরী ভার্মার সঙ্গে অনুষ্ঠান করে বিয়ে হচ্ছিল অমরজিৎ নামে এক যুবকের । কিন্তু বিয়েতে আসা বরযাত্রী শুরু থেকেই কনের পরিবারের সঙ্গে অভদ্র আচরণ শুরু করে দেয় । তখন থেকে বর ও কনেপক্ষের মধ্যে অশান্তির সূত্রপাত । এদিকে মালাবদল অনুষ্ঠানের ঠিক আগেই অতিরিক্ত পণের দাবি করতে শুরু করে বর । অমরজিৎ-এর দাবি যৌতুক বাবদ তাকে যা দেওয়া হয়েছে তা পর্যাপ্ত নয় । তিনি আরও যৌতুক দেওয়ার দাবি করেন । তা না হলে মালা বদল করতে অস্বীকার করে বর । এদিকে মেয়ে লগ্নভ্রষ্টা হবে দেখে অতিরিক্ত যৌতুক দিতে রাজি হয়ে যায় কনেপক্ষ । কিন্তু তারা কিছু সময় চান । কিন্তু বর তাদের সময় দিতে অস্বীকার করে । এদিকে এই টানাপোড়েনের মাঝে লগ্ন পেড়িয়ে গেলে চরম ক্ষিপ্ত হন কনের বাড়ির লোকজন । শেষে ক্ষিপ্ত লোকজন বরকে ধরে একটা গাছের সঙ্গে আষ্টেপৃষ্টে বেঁধে রাখে । খবর পেয়ে স্থানীয় মান্ধাতা থানা পুলিশ গিয়ে বরকে উদ্ধার করে । পণ নেওয়ার অভিযোগে পুলিশ পরে তাকে গ্রেফতার করেছে বলে জানা গেছে ।।

