এইদিন ওয়েবডেস্ক,মোরাদাবাদ (উত্তরপ্রদেশ),১৬ জুন : উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলায় এক অদ্ভুত ঘটনা সামনে এসেছে । একটা বুলেটে প্রাণ কেড়ে নিয়েছে স্বামী ও স্ত্রীর । স্ত্রীকে জড়িয়ে ধরে পিঠে গুলি করেছিল স্বামী । সেই একই বুলেট স্বামীর বুকও এফোঁড় ওফোঁড় করে দেয় । ঘটনাটি ১৩ এবং ১৪ জুন মধ্যরাতে বিলারি থানার অন্তর্গত খানপুর গ্রামে ঘটে । পুলিশ মৃত জেনেক পাল(৪০) ও তার স্ত্রীর(৩৮) মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ।
মোরাদাবাদের গ্রামীণ পুলিশ সুপার সন্দীপ কুমার জানিয়েছেন, ওই দম্পতি চণ্ডীগড়ে দিনমজুর হিসেবে কাজ করছিলেন । তাদের চারটি সন্তান রয়েছে। এক মেয়ে তিন ছেলে। কয়েকদিন আগে পরিবারটি মোরাদাবাদে এসেছিল । ঘটনার দিন রাতে জেনেক পাল তার বাড়িতে একটি অদ্ভুত ধরণের পূজা করেছিলেন । পূজা শেষে স্ত্রীকে জড়িয়ে ধরেছিলেন জেনেক । তার তিনি স্ত্রীর পিঠে গুলি চালিয়ে দেন । একই গুলি সনেক পালের বুকে বিদ্ধ হয়ে পিঠ দিয়ে বেরিয়ে যায় । দু’জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল । কিন্তু চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন । ঘটনায় ব্যবহৃত বন্দুকটি দেশীয় তৈরি। জনক পাল কোথা থেকে এবং কীভাবে এই বন্দুক পেল তা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার ।
মৃতদের পরিজন ও সন্তানরা পুলিশকে জানিয়েছেন, ওই দম্পতির মধ্যে সাংসারিক খুঁটিনাটি বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া হত । বিয়ের অনুষ্ঠানে মোবাইল ফোন হারানোকে কেন্দ্র করে সেই ঝামেলা চরমে ওঠে । গত কয়েকদিন ধরে তাদের মধ্যে এনিয়ে তুমুল ঝগড়াঝাটি চলছিল । গুলি চালানোর আগে জেনেক পাল বাড়িতে হঠাৎ পূজোর আয়োজন করে । তখনো কেউ বুঝতে পারেনি কি ঘটতে চলেছে । কিন্তু পূজো শেষ হতেই মর্মান্তিক ওই ঘটনা ঘটিয়ে দেয় জেনেক । পুলিশ জানিয়েছে, মৃত দম্পতির পরিবারের কাছ থেকে কোনও অভিযোগ পাওয়া যায়নি ।।