ছমকে ছমকে চমকে চপলে
নিশি অবসানে চকিত নয়নে
মন মাঝে প্রেম ছলকে ছলকে
চল চঞ্চল পায়ে বিনোদিনী রাই।
কি সুখের আশায় কোন উচাটনে
সব বাধা ঠেলে মনের দহনে
গোপনে গোপনে প্রভু দরশনে
যমুনার তীরে চুপিসারে ধায়।
বঙ্কবিহারী তুমি হাতেতে বাশুরী
ময়ূর পঙ্খে সাজো তুমি ধ্বজা ধারী
তুমি সর্বজান্তা তুমি অন্তর্যামী
তবে রাধারে সাজালে কেন অভাগিনী?
যদি প্রেমের আধার তুমি
জানো রাধা অতি দামী
প্রেমে যদি না হয় পাপ
শুনলে না কেন রাধার বিলাপ
প্রেম দিয়ে কেন তবে
ঢাকিলে না কলঙ্কের কালি।
প্রেম যদি এতই ভালো
জগতময় আলো শুধু আলো
ঘুচাতে পারিলে না কেন
মানুষের মনের কালো।
রাধা সম প্রেম না হয় হায়
পারিলে না নিতে কলঙ্কের ভার
রাধাকে কাঁদায়ে নয়নের নীরে
ফেলে গেলে তারে যমুনার তীরে।
আজো রাধা কাঁদে প্রতি ঘাটে ঘাটে
দেখিতে পাও না কি তুমি
কৃষ্ণ নামে সর্বজনে উল্লসিত
রাধা হইলো শ্রীকৃষ্ণের দাসী ।।

