এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),১১ জুন : পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে অজয় নদের বালি ঘাট মুখি একটি ডাম্পারের ধাক্কায় পা কাটা গেল এক বৃদ্ধার । মঙ্গলকোটের কোঁয়ারপুর গ্রামের বাসিন্দা গায়ত্রী মাঝি(৬০) নামে ওই বৃদ্ধা বর্তমানে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে । এদিকে ঘটনার পর গ্রামের ভিতরে বালির গাড়ির দৌরাত্ম বন্ধ করার দাবিতে তুমুল বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা । ক্ষিপ্ত জনতা স্থানীয় একটি বালিঘাটের অস্থায়ী চালায় আগুন ধরিয়ে দেয় । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মঙ্গলকোট থানার পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলকোটের কোঁয়ারপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে অজয় নদ । গ্রামের কাছে অজয় নদে একটি বৈধ বালিঘাট রয়েছে । বালির গাড়িগুলি কোঁয়ারপুর গ্রামের ভিতর দিয়েই বালিঘাটে যাতায়ত করে । আজ রবিবার দুপুরে গায়ত্রীদেবী যখন গ্রামের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন সেই সময় একটি খালি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা দেয় । বৃদ্ধার একটি পা ডাম্পারের তলায় এসে পড়ে । ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে যায় বৃদ্ধার পায়ের হাঁটুর নিচের অংশ ।
জানা গেছে,বৃদ্ধাকে প্রথমে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় । চিকিৎসকরা অপারেশন করে তাঁর পা বাঁচানোর চেষ্টা করেন । কিন্তু জখম গুরুতর হওয়ায় শেষ পর্যন্ত বৃদ্ধার প্রাণ বাঁচাতে তাঁর পা কেটে বাদ দিতে বাধ্য হন চিকিৎসকরা । পরে বৃদ্ধাকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।
কোঁয়ারপুর গ্রামের বাসিন্দাদের অভিযোগ,গ্রামের ভিতর দিয়ে প্রতি নিয়ত বালির গাড়ি যাতায়াতের কারনে প্রায়ই দূর্ঘটনা ঘটেছে । সম্প্রতি মঙ্গলকোটের শ্যামবাজারে বালি বোঝাই একটি ট্রাকটর এক খেতমজুর দপ্ততিকে ধাক্কা দেয় । স্ত্রী বরাত জোরে প্রাণে বেঁচে গেলেও মৃত্যু হয় স্বামীর । এছাড়া ছোটো খাটো দূর্ঘটনা তো লেগেই আছে । বালির গাড়ির দৌরাত্ম বন্ধের জন্য প্রশাসনের কাছে বারবার আবেদন করেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের ।।